এই দেশ থেকে কিনুন Google Pixel 9, ভারতের চেয়ে পাবেন 12 হাজার টাকা সস্তা

গতকাল গভীর রাতে লঞ্চ হয়েছে Google Pixel 9 সিরিজ, যেখানে চারটি নতুন মডেল অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে সস্তা ফোন Pixel 9। যদিও ভারতে তুলনামূলক…

google pixel 9 price in canada us taiwan lowest than india you should check before purchase

গতকাল গভীর রাতে লঞ্চ হয়েছে Google Pixel 9 সিরিজ, যেখানে চারটি নতুন মডেল অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে সবচেয়ে সস্তা ফোন Pixel 9। যদিও ভারতে তুলনামূলক ভাবে এর দাম অনেক বেশি। তবে ফেস্টিভ্যাল সেলে এই ফোনটি সস্তা হবে বলে মনে করা হচ্ছে। কিন্তু যেহেতু স্মার্টফোনটি সদ্য লঞ্চ হয়েছে, তাই বেশি ছাড় আশা করা বৃথা। কিন্তু আপনার কোনো বন্ধু বা আত্মীয় যদি বিদেশে থাকেন তাহলে তাদের কাছ থেকে সস্তায় Google Pixel 9 সিরিজের ফোন অর্ডার করতে পারেন।

Google Pixel 9 এর ভারতে দাম

Google Pixel 9 এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের ভারতে দাম ৭৯,৯৯৯ টাকা। এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টটি ভারতের বাইরে উপলব্ধ।

সবচেয়ে কম দামে Google Pixel 9 কিনতে যান এই দেশে

কানাডা

কানাডায়, পিক্সেল ৯ এর ১২৮ জিবি মডেলের দাম ১০৯৯ কানাডিয়ান ডলার (প্রায় ৬৭,৩০০ টাকা) থেকে শুরু হয় এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ১,২২৯ কানাডিয়ান ডলার (প্রায় ৭৫,২০০ টাকা)। আপনি যদি ডিভাইসটির ২৫৬ জিবি মডেলের কানাডিয়ান দামের সাথে ভারতীয় দামের তুলনা করেন তবে খুব বেশি পার্থক্য পাবেন না। তবে ১২৮ মডেলের সাথে আপনি যথেষ্ট সাশ্রয় করতে পারবেন।

মার্কিন যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্রে পিক্সেল ৯ এর দাম শুরু হয়েছে ৭৯৯ মার্কিন ডলার (প্রায় ৬৭,০০০ টাকা) থেকে, যেখানে ২৫৬ জিবি সংস্করণের দাম ৮৯৯ মার্কিন ডলার, যা প্রায় ৭৫,৪৭৫ টাকা। মার্কিন মুলুকেও সাশ্রয়ী মূল্যে এই ফোনটি পাওয়া যাবে।

তাইওয়ান

তাইওয়ানে, Google Pixel 9 একমাত্র ১২৮ জিবি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এবং ফোনের দাম ২৬,৪৯০ তাইওয়ান ডলার থেকে, যা প্রায় ৬৮,৯০০ টাকা। ফলে দেখা যাচ্ছে বিদেশ থেকে ডিভাইসটি কিনলে অর্থ সাশ্রয় করা যেতে পারে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন