Google Pixel 9: ভিডিয়ো দেখা, গেম খেলার মজা হবে দ্বিগুণ, গুগলের পরবর্তী ফোনে চমক

গুগল (Google) তিন দিন আগেই Pixel 8 সিরিজের দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। যার রেশ না কাটতেই এবার সংস্থার...
Ananya Sarkar 7 Oct 2023 12:44 PM IST

গুগল (Google) তিন দিন আগেই Pixel 8 সিরিজের দু'টি ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে। যার রেশ না কাটতেই এবার সংস্থার পরবর্তী Pixel 9 লাইনআপ সম্পর্কে বড় তথ্য সামনে এল। এই সিরিজের প্রতিটি ফোনের ডিসপ্লের কেমন হতে পারে, সেই নিয়ে একটি খবর প্রকাশ হয়েছে। জানা গিয়েছে, আপকামিং Google Pixel 9 সিরিজের ফোনগুলি তাদের পূর্বসূরিদের তুলনায় আরও বড় স্ক্রিন অফার করবে।

Google Pixel 9 সিরিজে থাকবে বড় স্ক্রিন

ডিসপ্লে সাপ্লাই চেইন কনসালট্যান্স (DSCC)-এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও রস ইয়াং তার এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দাবি করেছেন যে, গুগল পিক্সেল ৯এ, পিক্সেল ৯, পিক্সেল ৯ প্রো এবং পরবর্তী প্রজন্মের পিক্সেল ফোল্ড-এর ডিসপ্লের আকার পূর্বসূরির তুলনায় বড় হবে। জানিয়ে রাখি, সদ্য উন্মোচিত গুগল পিক্সেল ৮ এসেছে ৬.২ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে, যেখানে পিক্সেল ৮ প্রো-এ সামান্য বড় ৬.৭ ইঞ্চির স্ক্রিন রয়েছে। ইয়াং লিখেছেন, তাদের লেটেস্ট "অ্যাডভান্সড স্মার্টফোন রিপোর্ট" থেকে এই খবরটি সামনে এসেছে। এটি এমন একটি নথি, যার ভবিষ্যৎবাণী আগেও সঠিক বলে প্রমাণিত হয়েছে।

https://twitter.com/DSCCRoss/status/1709582405231649170?t=8euNjSSApybrM34KDk2xvg&s=19

কিন্তু এখন প্রশ্ন হল, কেন গুগল বড় ডিসপ্লে বেছে নেওয়ার কথা ভাবছে? এর একটি সম্ভাব্য উত্তর হল বর্তমান সময়ে বৃহত্তর স্ক্রিনের ক্রমবর্ধমান চাহিদা, যা উন্নত মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স অফার করে। তা সে ভিডিও স্ট্রিমিং, গেম খেলা বা মাল্টিটাস্কিং - যাই হোক না কেন, একটি বড় স্ক্রিন সাধারণত ইউজারদের দৈনন্দিন কাজকে সহজ করে তোলে। তার ওপর, গুগলের প্রতিযোগী ব্র্যান্ডগুলি আরও বড় ডিসপ্লে নিয়ে বাজারে হাজির হচ্ছে, তাই গুগলের পক্ষে এই পদক্ষেপটি অনুসরণ করা যৌক্তিক বলেই মনে করা হচ্ছে।

তবে এই পদক্ষেপটি, আর্গোনোমিক্স এবং ব্যবহারের সহজতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে। গুগল পিক্সেল ফোনের বড় ডিসপ্লে এক হাতে ধরার ক্ষেত্রে কতটা সুবিধাজনক হবে? কিংবা ব্যাটারি লাইফই বা কেমন হবে? বড় স্ক্রিন মানেই ব্যাটারি বেশি খরচ করবে, তাই গুগল কীভাবে এই সমস্যাগুলির মোকাবেলা করবে, তা-ই দেখার বিষয়।

Show Full Article
Next Story