অবশেষে ভারতে বিক্রি শুরু হচ্ছে Google Pixel 9 Pro Fold এর। আগামিকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর এটি প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ হবে। জনপ্রিয় ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ফোল্ডেবল ফোনটি কেনা যাবে। আর সেল অফার হিসেবে 10,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে। চলুন এর দাম ও লঞ্চ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
Google Pixel 9 Pro এর দাম ও সেল অফার
গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড এর 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 1,72,999 টাকা। তবে লঞ্চ আফার হিসেবে প্রথম সেলে 10,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ ফোনটি কেনা যাবে। এই ছাড় পেতে আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে।
আরও পড়ুন : ঘরকে বানান থিয়েটার, সস্তায় 4K Google TV লঞ্চ করে সাড়া ফেল দিল Daiwa
Google Pixel 9 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার
গুগল পিক্সেল 9 প্রো ফোল্ড ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ 10.5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 10.8 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স। এছাড়া এই ডিভাইসের কভারে একটি 10-মেগাপিক্সেল প্রধান ক্যামেরাও রয়েছে। আবার মূল ডিসপ্লেতে পাওয়া যাবে 10 মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন : Samsung Galaxy S24 FE: ফিচার্স ঝড় তুলবে, কেমন হবে স্যামসাংয়ের নয়া ফ্ল্যাগশিপ কিলার
এদিকে Google Pixel 9 Pro ডিভাইসে দেওয়া হয়েছে 2152 x 2076 পিক্সেল রেজোলিউশনের 8 ইঞ্চি ওলেড ডিসপ্লে। এই প্রাইমারি ডিসপ্লে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 2700 নিট পিক ব্রাইটনেস অফার করে।
আবার এই ফোনে 6.3 ইঞ্চি ওএলইডি কভার ডিসপ্লেও আছে। এই কভার ডিসপ্লের রিফ্রেশ রেট 120 হার্টজ। পারফরম্যান্সের জন্য এতে টেনসর জি4 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোল্ডেবল ফোনে দেওয়া হয়েছে 4650 এমএএইচ ব্যাটারি। এই ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। গুগলের এই ফোল্ডেবল ফোনটি দুটি রঙে এসেছে – গ্রে এবং অফ-হোয়াইট।