বাজার কাঁপানো ফিচার্স নিয়ে আসছে নতুন Google Pixel, লঞ্চের আগেই ফাঁস হল দাম
গুগল আগামী সপ্তাহেই বাজারে আনছে তাদের এবছরের ফ্ল্যাগশিপ পিক্সেল ফোনগুলি। লঞ্চের আগে আসন্ন গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলের দাম এবং মূল বৈশিষ্ট্যগুলি ফাঁস হয়েছে।
গুগল তাদের আগামী ১৩ আগস্ট তাদের আসন্ন লঞ্চ ইভেন্টে বহু প্রতীক্ষিত গুগল পিক্সেল ৯, গুগল পিক্সেল ৯ প্রো, গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল এবং গুগল পিক্সেল ৯ প্রো ফোল্ড হ্যান্ডসেটগুলি উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। লঞ্চের আগে এখন এক টিপস্টার গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলের দাম এবং সমস্ত প্রধান স্পেসিফিকেশন ফাঁস করেছেন। এই স্মার্টফোনটি কি কি অফার করতে চলেছে, আসুন তা জেনে নেওয়া যাক।
গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের স্পেসিফিকেশন (সম্ভাব্য)
টিপস্টার আর্সেন লুপিন জানিয়েছেন যে, গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনে ৬.৮ ইঞ্চির ওলেড প্যানেল থাকবে, যা ২,৯৯২ x ১,৩৪৪ পিক্সেল রেজোলিউশন এবং ৩,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করবে। স্ক্রিনটি গরিলা গ্লাস ভিকটাস ২ দ্বারা সুরক্ষিত হবে।
গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল টেনসর জি৪ প্রসেসরে দ্বারা চালিত হবে, যা এম২ সিকিউরিটি চিপের সাথে যুক্ত থাকবে। ডিভাইসটিতে ১৬ জিবি র্যাম, ১২৮ জিবি / ২৫৬ জিবি / ৫১২ জিবি / ১ টিবি স্টোরেজ এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকবে। তবে লঞ্চের পরেই, ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৫ ওএস আপগ্রেড পাবে।
ফটোগ্রাফির জন্য, গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের রিয়ার ক্যামেরা সেটআপে এফ/১.৬৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, এফ/১.৭ অ্যাপারচার ও ১২৩ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স এবং এফ/২.৮ অ্যাপারচার এবং ৫x অপটিক্যাল জুম সহ একটি ৪৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকবে। আর সেলফির জন্য, ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ একটি ৪২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।
পাওয়ার ব্যাকআপের জন্য, গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের ব্যাটারি বা ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোনো তথ্য শেয়ার করেনি। তবে, এজের রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি ৪৫ ওয়াট ওয়্যার্ড চার্জিং সহ ৫,০৬০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এটি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে বলেও আশা করা হচ্ছে।
এছাড়াও, গুগল পিক্সেল ৯ প্রো ফোনে জেমিনি এআই বিভিন্ন ধরনের স্মার্ট টুল অফার করবে। পিক্সেল স্টুডিও ব্যবহারকারীদের এআই দিয়ে ইউনিক ছবি তৈরি করতে দেয়, আবার এআই-চালিত ওয়েদার অ্যাপ আউটফিট সাজেশনের সাথে আবহাওয়ার আপডেট প্রদান করে। রিইমাজিন ফিচারটি ইউজারদের কোনও অবজেক্টকে ফটোতে রূপান্তর করতে দেয় এবং স্ক্রিনশট সার্চ ন্যাচারাল ল্যাংগুয়েজ ব্যবহার করে স্ক্রিনশটগুলির সহজ রিট্রিভাল এনেবল করে।
গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের মূল্য (সম্ভাব্য)
গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল ফোনের ১২৮ জিবি এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১,০৯৯ ডলার (প্রায় ৯২,২৭৫ টাকা) এবং ১,১৯৯ ডলার (প্রায় ১,০০,৭০০ টাকা) হতে পারে৷ যারা প্রি-অর্ডারের সময় ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি কিনবেন তাদের ৫১২ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজে আপগ্রেড করা হবে।
গুগল আগামী সপ্তাহেই বাজারে আনছে তাদের এবছরের ফ্ল্যাগশিপ পিক্সেল ফোনগুলি। লঞ্চের আগে আসন্ন গুগল পিক্সেল ৯ প্রো এক্সএল মডেলের দাম এবং মূল বৈশিষ্ট্যগুলি ফাঁস হয়েছে।