পুরো 10 হাজার টাকা ডিসকাউন্ট, সেরা ক্যামেরার Google Pixel 9 Pro XL এখন সবচেয়ে কম দামে
Google Pixel 9 Pro XL Price: গুগল পিক্সেল 9 প্রো এক্সএল ফোনের ভারতে 16GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 124,999 টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 10,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে।
আপনি কি সস্তায় পাওয়ারফুল অ্যান্ড্রয়েড ফোন কিনতে চান? তাহলে গুগলের লেটেস্ট পিক্সেল ডিভাইসটি নিতে পারেন। কারণ টেনসর G4 প্রসেসর চালিত স্মার্টফোনটি এখন 10 হাজার টাকা ছাড়ে অর্ডার করা যাবে। আজ্ঞে হ্যাঁ! Google Pixel 9 Pro XL এখন অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে বিশেষ কার্ড অফারের সাথে তালিকাভুক্ত হয়েছে। এই ডিভাইসটি স্টক অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারে চলে এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে পিক্সেল ফোনে অন্যান্য ডিভাইসের তুলনায় বেশি অ্যান্ড্রয়েড ফিচার পাওয়া যায়।
এছাড়া গুগল পিক্সেল স্মার্টফোনগুলিতে প্রিমিয়াম ক্যামেরা সেটআপের পাশাপাশি একাধিক ক্যামেরা ফিচার উপস্থিত। ব্যতিক্রম নয় Google Pixel 9 Pro XL, এই মডেলেও বড় ডিসপ্লে ছাড়াও ফ্ল্যাগশিপ ক্যামেরা রয়েছে, যা চমৎকার ইমেজ প্রসেসিং এর পর সেরা রেজাল্ট দেয়। এই ডিভাইসে জেমিনি এআই, পিক্সেল স্ক্রিনশট এবং সার্কেল-টু-সার্চসহ একাধিক এআই ভিত্তিক ফিচার পাওয়া যাবে।
Google Pixel 9 Pro XL এর সাথে কি কি অফার রয়েছে
গুগল পিক্সেল 9 প্রো এক্সএল ফোনের ভারতে 16GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 124,999 টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 10,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও অন্যান্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড থেকে পেমেন্ট করলেও ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার ক্রেতারা যদি পুরানো ফোনটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে সর্বোচ্চ 38,150 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন।
গুগল পিক্সেল 9 প্রো এক্সএল এর স্পেসিফিকেশন
গুগলের এই পিক্সেল ডিভাইসে 120Hz রিফ্রেশ রেট সহ 6.8-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে আছে, যা 3000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এই ডিসপ্লের সুরক্ষার জন্য গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে গুগলের ইন-হাউস টেনসর G4 প্রসেসর রয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড 15 আপডেট পেয়েছে।
ক্যামেরা সেটআপের কথা বললে, গুগল পিক্সেল 9 প্রো এক্সএল এর ব্যাক প্যানেলে ওআইএস সহ 50 মেগাপিক্সেল প্রাথমিক লেন্স উপস্থিত। এছাড়া এর ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেমে রয়েছে 48 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পাওয়া যাবে 42 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ডিভাইসে 5060mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 37W ওয়্যার্ড এবং 12W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Google Pixel 9 Pro XL Price: গুগল পিক্সেল 9 প্রো এক্সএল ফোনের ভারতে 16GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 124,999 টাকা। তবে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে 10,000 টাকা ফ্ল্যাট ছাড় দেওয়া হচ্ছে।