Google Pixel 9 সিরিজ অসাধারণ ফিচার সহ ভারতে লঞ্চ হল, কত দাম Pixel 9 Pro, Pixel 9 Pro XL মডেলের

গুগল তাদের 'মেড বাই গুগল' ইভেন্টে Google Pixel 9 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রয়েছে চারটি স্মার্টফোন- Pixel 9, Pixel 9...
Julai Modal 14 Aug 2024 9:06 AM IST

গুগল তাদের 'মেড বাই গুগল' ইভেন্টে Google Pixel 9 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে রয়েছে চারটি স্মার্টফোন- Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL ও Pixel 9 Pro Fold। নতুন লাইনআপের মাধ্যমে গুগল প্রিমিয়াম স্মার্টফোন বাজারকে টার্গেট করেছে। সিরিজের প্রথম তিনটি মডেল সাধারণ স্মার্টফোন ও Pixel 9 Pro Fold ফোল্ডেবল ফোন হিসেবে লঞ্চ হয়েছে। আসুন এদের দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

নতুন ডিভাইসগুলির সঙ্গে Gemini Live এর উপর থেকেও পর্দা সরিয়েছে গুগল। এখন ইউজারদের এআই ভয়েসের সাপোর্ট দেওয়া হয়েছে এবং তারা তাদের প্রিয় ভয়েসে এআই টুলের সাথে কথা বলতে পারবেন। এছাড়া সংস্থাটি জানিয়েছে যে, গুগল ডিপমাইন্ডের সহযোগিতায় নতুন টেনসর জি৪ প্রসেসর তৈরি করা হয়েছে।

Google Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL ও Pixel 9 Pro Fold এর দাম ও কোন ওয়েবসাইট থেকে কিনবেন

যদি দামের কথা বলি, তাহলে ভারতে পিক্সেল ৯ এর মূল্য শুরু হয়েছে 79,999 টাকা থেকে। আর পিক্সেল ৯ প্রো এর দাম রাখা হয়েছে 109,999 টাকা। পিক্সেল ৯ প্রো এক্সএল এর প্রাথমিক মূল্য 124,999 টাকা। আবার পিক্সেল ৯ প্রো ফোল্ড এর দাম রাখা হয়েছে 1,72,999 টাকা।

অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ছাড়াও রিলায়েন্স ডিজিটাল এবং ক্রোমা থেকেও নতুন এই গুগল পিক্সেল স্মার্টফোনগুলি কেনা যাবে।

Google Pixel 9 সিরিজের ফিচার ও স্পেসিফিকেশন

Google Pixel 9 লাইনআপের স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, Pixel 9 ফোনে আছে 6.1 ইঞ্চি ওএলইডি ডিসপ্লে আছে, আর Pixel 9 Pro ও Pixel 9 Pro XL মডেলে পাওয়া যাবে 6.3-ইঞ্চি এবং 6.8-ইঞ্চি ওএলইডি ডিসপ্লে। ডিসপ্লের সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস 2। নতুন লাইনআপে শক্তিশালী পারফরম্যান্সের জন্য টেনসর জি4 প্রসেসর এবং 16 জিবি পর্যন্ত র‌্যাম পাওয়া যাবে।

ক্যামেরার কথা বললে, Pixel 9 স্মার্টফোনে আছে 10.5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পিছনে 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। প্রো মডেলগুলির কথা বললে, এগুলিতে পাওয়া যাবে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 48 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 48 মেগাপিক্সেল টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। দুটি মডেলেই 42 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। 7 বছর ধরে এই স্মার্টফোনগুলিতে সফটওয়্যার আপডেট দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে সংস্থা।

পাওয়ার ব্যাকআপের কথা বললে, Pixel 9 এবং Pixel 9 Pro স্মার্টফোনে দেওয়া হয়েছে 4700 এমএএইচ ব্যাটারি। আর Pixel 9 Pro XL-এ রয়েছে 5060 এমএএইচ ব্যাটারি। সবকটি মডেলেই 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Show Full Article
Next Story