Samsung-এর হাত ধরে ফোনে এই গুরুত্বপূর্ণ ফিচার আনছে Google, চাপে পড়বে iPhone

গুগল (Google) গত বছর অক্টোবর মাসে ফ্ল্যাগশিপ Pixel 8 সিরিজ লঞ্চ করেছে। আর আগামী মাসে তাদের সাশ্রয়ী মূল্যের Pixel 8a...
Ananya Sarkar 16 April 2024 11:09 AM IST

গুগল (Google) গত বছর অক্টোবর মাসে ফ্ল্যাগশিপ Pixel 8 সিরিজ লঞ্চ করেছে। আর আগামী মাসে তাদের সাশ্রয়ী মূল্যের Pixel 8a মডেলটি বাজারে পা রাখবে বলে শোনা যাচ্ছে। আর বছরের শেষে Pixel 8-এর উত্তরসূরি হিসেবে Google Pixel 9 সিরিজ আত্মপ্রকাশ করবে। লঞ্চের জন্য এখনও বেশ কয়েকমাস বাকি থাকলেও, জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এখন একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, পরবর্তী প্রজন্মের Pixel ফোনে এমন একটি বিশেষ ফিচার থাকবে, যা আগে অনুপস্থিত ছিল, আর সেটি হল স্যাটেলাইট কানেক্টিভিটি। বর্তমানে বিভিন্ন শীর্ষস্থানীয় ব্র্যান্ড তাদের ফ্ল্যাগশিপে ফিচারটি যুক্ত করছে, ফলে প্রিমিয়াম গ্রেডের ফোনে এই বৈশিষ্ট্যটি আবশ্যক হয়ে উঠেছে।

Google Pixel 9 সিরিজে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট মিলবে

অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে গুগলের এক ইনসাইডারকে উদ্ধৃত করে জানিয়েছে যে, গুগল পিক্সেল 9 সিরিজে নতুন স্যামসাং মডেম 5400 ব্যবহার করা হবে, যা 5G নন-টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কের (NTN) মাধ্যমে স্যাটেলাইটের সাথে সংযোগ করতে সক্ষম করবে। এটির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক নেই এমন যে কোনও স্থানে জরুরী বার্তা পাঠানো সম্ভব হবে।

স্পেসএক্স (Space X)-এর স্টারলিংক "ডাইরেক্ট টু সেল" নেটওয়ার্কের সুবিধা নিয়ে টি-মোবাইল (T Mobile) প্রাথমিকভাবে পরিষেবাটি অফার করবে বলে জানা গেছে। শুরুতে, ব্যবহারকারীরা টেক্সট মেসেজ পাঠাতে সক্ষম হবেন, কিন্তু কল করতে পারবেন না। স্পেসএক্স সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তাদের সেলুলার স্টারলিঙ্ক পরীক্ষার সম্প্রসারণ করার জন্য ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর অনুমোদন পেয়েছে, যার মধ্যে রয়েছে রাজ্যজুড়ে ট্রায়াল এবং গ্লোবাল টেস্টিংয়ের প্রস্তুতি।

মার্চের শুরুতে, স্পেসএক্স Pixel লাইনআপ সহ শীর্ষস্থানীয় নির্মাতাদের থেকে আনমডিফায়েড ফোন ব্যবহার করে তাদের সেলুলার স্টারলিংক পরিষেবার পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। অ্যান্ড্রয়েড অথরিটি-এর রিপোর্টে বলা হয়েছে যে, Google Pixel 9-এর এমারজেন্সি টেক্সটিং নির্দিষ্ট প্রম্পটে সাড়া দেবে, জরুরি পরিষেবায় যোগাযোগকে স্ট্রীমলাইন করতে এবং দ্রুত সহায়তা প্রদান করতে দেয়। এই ফাংশনালিটি iPhone-এ অ্যাপলের এমার্জেন্সি এসওএস ফিচারের অনুরূপ হবে।

গত ফেব্রুয়ারিতে, গুগল অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য স্যাটেলাইট সংযোগকে এগিয়ে নিয়ে যেতে এএসটি স্পেসমোবাইল (AST SpaceMobile)-এর সাথে যৌথভাবে কাজ করছে বলে ঘোষণা করেছে। এই পার্টনারশিপের ফলে গুগল মোবাইল ক্যারিয়ার, এটিঅ্যান্ডটি (AT&T) এবং ভোডাফোন (Vodafone)-এ যোগদান করে এএসটি স্পেসমোবাইল-এ 110 মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এই কোম্পানিটি অরবিটিং স্পেস-ভিত্তিক সেল টাওয়ারগুলিকে ডেভেলপ করে।

Show Full Article
Next Story