সামনে এল Google Pixel 9a এর ছবি, 120Hz ডিসপ্লে সহ থাকবে টেনসর G4 প্রসেসর

Google Pixel 9a ফোনে গুগলের টেনসর G4 চিপ ব্যবহার করা হবে, যা পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো মডেলেও আছে। এতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে।

Julai Mondal 7 Dec 2024 8:24 PM IST

Pixel 9 সিরিজের নতুন ফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে Google। গত কয়েক সপ্তাহ ধরে এই সিরিজের ডিভাইসগুলির বিভিন্ন তথ্য ফাঁস হচ্ছে। সম্প্রতি আবার একজন এক্স ব্যবহারকারী আসন্ন Google Pixel 9a এর কয়েকটি ছবি পোস্ট করেছে। এটি পিক্সেল 8a এর উত্তরসূরি হিসাবে বাজারে আসবে। ছবিতে স্মার্টফোনটির ডিজাইনের ঝলক দেখা গেছে। এই ডিভাইসে ডিম্বাকৃতি রিয়ার ক্যামেরা মডিউল দেখা যাবে। প্রায় একই ধরনের ক্যামেরা মডিউল ডিজাইন আমরা আগস্টে আসা পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো হ্যান্ডসেটে দেখেছি।

Google Pixel 9a এর ডিজাইন (ফাঁস হওয়া তথ্য অনুযায়ী)

এক্স ব্যবহারকারী ফ্যানিবুক (@feni_book) দ্বারা পোস্ট করা ছবিতে পিক্সেল 9a মডেলের পিছনের প্যানেল দেখা গেছে। ফাঁস হওয়া ছবিতে হ্যান্ডসেটটিতে 'জি' লোগোর পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন একটি লোগো দেখা যাচ্ছে। গুগলের স্মার্টফোনগুলির জন্য এটি অস্বাভাবিক নয়। এর আগেও প্রোটোটাইপে আমরা বিভিন্ন লোগো দেখেছি, যেগুলি লঞ্চের পর পরিবর্তন হয়েছে।



যাইহোক, পিক্সেল 9a এর ফাঁস হওয়া প্রোটোটাইপ ছবিতে একে পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো এর মতো রিয়ার ক্যামেরা মডিউল সহ দেখা গেছে। আর পিক্সেল 9a এর সামনের অংশটি পিক্সেল 8a এর মতো ডিজাইন সহ আসবে। এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে সেলফি ক্যামেরা থাকবে।

Google Pixel 9a ফোনের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

রিপোর্ট অনুযায়ী, পিক্সেল 9a ফোনে গুগলের টেনসর G4 চিপ ব্যবহার করা হবে, যা পিক্সেল 9 এবং পিক্সেল 9 প্রো মডেলেও আছে। এতে 8GB RAM এবং 256GB পর্যন্ত স্টোরেজ থাকবে বলে জানা গিয়েছে। পিক্সেল 9a ডিভাইসে 48-মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে বলে জানা গেছে।

এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.3-ইঞ্চি স্ক্রিন থাকবে বলে জানা গেছে। পূর্ববর্তী মডেলের তুলনায় এতে আরও বড় অর্থাৎ 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি 2025 সালে লঞ্চ হবে।

Show Full Article
Next Story