সুখবর! দাম বাড়ছে না Google Pixel 9a ফোনের, অসাধারণ ক্যামেরা সহ থাকবে দুর্দান্ত ফিচার
আগামী বছরের মে মাসে লঞ্চ হতে পারে Google Pixel 9a। যদিও এর লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি, তবে ফোনটির দাম, কালার অপশন এবং...আগামী বছরের মে মাসে লঞ্চ হতে পারে Google Pixel 9a। যদিও এর লঞ্চের তারিখ এখনও সামনে আসেনি, তবে ফোনটির দাম, কালার অপশন এবং স্পেসিফিকেশন অনলাইনে ফাঁস হয়েছে। দাবি করা হয়েছে আসন্ন পিক্সেল 9a, পিক্সেল 8a এর মতো একই দামে পাওয়া যাবে। এটিতে বড় 5100mAh ব্যাটারি এবং লেটেস্ট টেনসর G4 চিপসেট থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপকামিং স্মার্টফোনে 48 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিটও থাকতে পারে।
Google Pixel 9a এর দাম পুরানো মডেলের সমান হতে পারে
অ্যান্ড্রয়েড হেডলাইনস এর একটি প্রতিবেদনে, পিক্সেল 9a এর দাম, কালার অপশন এবং সম্পূর্ণ স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, এর 128 জিবি স্টোরেজ মডেলের দাম পড়বে 499 ডলার (প্রায় 42,000 টাকা)। পিক্সেল 8a মডেলটিও একই দামে এসেছিল। পিক্সেল 9 এর মতো, আসন্ন পিক্সেল এ-সিরিজের ডিভাইসটি আইরিস, ফোর্সেলিন এবং অবসিডিয়ান কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ফ্লিপকার্ট বর্তমানে গুগল পিক্সেল 8a এর 128 জিবি ভ্যারিয়েন্টের (অ্যালো কালার) দাম 36,999 টাকা এবং 256 জিবি মডেলটি 40,999 টাকায় পাওয়া যাচ্ছে।
Google Pixel 9a এর বেসিক স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
রিপোর্টকে বিশ্বাস করলে, পিক্সেল 9a স্মার্টফোনে 2,700 নিট পিক ব্রাইটনেস সহ 6.285-ইঞ্চি অ্যাকটুয়া ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লে গরিলা গ্লাস 3 কোটিং সহ আসবে। পারফরম্যান্সের জন্য এতে গুগলের টেনসর G4 প্রসেসর, টাইটান M2 সিকিউরিটি চিপ ও 8 জিবি র্যাম দেওয়া হবে। এটি 128GB বা 256GB UFS 3.1 স্টোরেজ সহ বাজারে আসবে হবে বলে আশা করা হচ্ছে।
পিক্সেল 9a ফোনে এফ / 1.7 অ্যাপারচার সহ 48-মেগাপিক্সেল জিএন8 কোয়াড ডুয়েল পিক্সেল প্রাইমারি ক্যামেরা, এফ / 2.2 অ্যাপারচার সহ 13-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সনি আইএমএক্স 712 সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, আগের মডেল অর্থাৎ গুগল পিক্সেল 8a-র মতোই ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করবে গুগল।
আরও বড় 5100mAh ব্যাটারি
পিক্সেল 9a ফোনে 5100mAh ব্যাটারি থাকবে, যা পিক্সেল 8a এর 4500mAh ব্যাটারির চেয়ে অনেক বড়। এতে 23W ওয়্যার্ড চার্জিং এবং 7.5W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। আর পূর্বসূরীর মতো, পিক্সেল 9a জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং সহ আসবে। এটি অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে চলবে এবং গুগল এই ফোনে সাত বছর পর্যন্ত ওএস আপডেট দেবে।