তাক লাগাবে Google Pixel Fold, সনির ক্যামেরা সহ থাকবে Samsung ডিসপ্লে
Google দীর্ঘদিন ধরে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Pixel Fold নিয়ে কাজ করছে। আলোচ্য মডেলটি গত বছর বিশ্ববাজারে...Google দীর্ঘদিন ধরে তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন Pixel Fold নিয়ে কাজ করছে। আলোচ্য মডেলটি গত বছর বিশ্ববাজারে আত্মপ্রকাশ করবে বলে শোনা গিয়েছিল। কিন্তু বছর অতিক্রান্ত হলেও, ফোনটির আগমন এখনও ঘটেনি। তবে মনে হচ্ছে শীঘ্রই Google তাদের প্রথম ফোল্ডেবল হ্যান্ডসেটকে সর্বসমক্ষে আনবে। কেননা সম্প্রতি Pixel Fold ফোন সম্পর্কিত একটি নতুন আপডেট সামনে এসেছে। এক প্রখ্যাত চীনা লিকস্টার আলোচ্য ডিভাইসটির অফিসিয়াল কোডনাম সহ এর ডিসপ্লে ও ক্যামেরা ফ্রন্ট সংক্রান্ত কয়েকটি তথ্য ফাঁস করেছেন। জানা গেছে যে, আসন্ন এই মডেল Samsung এর ডুয়েল-ডিসপ্লে ডিজাইন এবং Sony নির্মিত মুখ্য ক্যামেরা সেন্সর সহ আসবে।
Samsung বিকাশিত স্প্লিট ডিসপ্লে টেকনোলজি দেখা যাবে Google Pixel Fold স্মার্টফোনে
91Mobiles-এর সহযোগিতায় টিপস্টার কুবা ওজসিচোস্কি (Kuba Wojciechowski) সম্প্রতি গুগল পিক্সেল ফোল্ড স্মার্টফোন সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। টিপস্টার বলেছেন, উক্ত মডেলটি 'Felix' কোডনাম বহন করবে। পাশাপাশি টিপস্টার আরও দাবি করেছেন যে, আপকামিং এই গুগল হ্যান্ডসেটে দক্ষিণ কোরিয়া ভিত্তিক টেক ব্র্যান্ড স্যামসাংয়ের তৈরি করা ইন-হাউস ডিসপ্লে ব্যবহার করা হবে। আর অনুমান করা হচ্ছে যে, এই ফোনের মূল ফোল্ডেবল ডিসপ্লেটি ১২০ হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়া, এই ডিসপ্লে ১,৮৪০x২,২০৮ পিক্সেল রেজোলিউশন, সর্বোচ্চ ১,২০০ নিট ব্রাইটনেস অফার করবে।
Google Pixel Fold ফোনে উপস্থিত থাকতে পারে নজরকাড়া ক্যামেরা সিস্টেম
রিপোর্ট অনুসারে, নতুন ফোল্ডেবল ফোনে ট্রিপল ক্যামেরা সিস্টেম দিতে পারে গুগল। এক্ষেত্রে, ডিভাইসের রিয়ার প্যানেলে সম্ভবত Sony IMX787 প্রাইমারি সেন্সর, Sony IMX386 আল্ট্রা-ওয়াইড সেকেন্ডারি লেন্স এবং Samsung S5K3J1 টেলিফটো লেন্স পাওয়া যাবে। আবার ভিতরের স্ক্রিনে Sony IMX355 সেলফি সেন্সর এবং বাইরের দিকে থাকা সেকেন্ডারি ডিসপ্লেতে Samsung S5K3J1 টেলিফটো ফ্রন্ট-ফেসিং শুটার দেখা যাবে।
প্রসঙ্গত, গত বছর Pixel 6 সিরিজের সাথেই লঞ্চ হওয়ার কথা ছিল পিক্সেল ফোল্ড ফোনের। যদিও বাস্তবে তা হয়নি। তবে সম্প্রতি কানাঘুষো শোনা যাচ্ছে যে, গুগল হয়তো তাদের এই লেটেস্ট হ্যান্ডসেটকে ২০২৩ সালের প্রথম ত্রৈমাসিকে অফিসিয়াল করতে পারে। তদুপরি, সুন্দর পিচাই পরিচালিত সংস্থাটি জানুয়ারী মাসে ডিসপ্লে প্যানেল পেতে শুরু করবে এবং তারপর চীনে ম্যানুফ্যাকচারার সংস্থা ফক্সকন (Foxconn) -এর তদারকিতে গুগল পিক্সেল ফোল্ড ফোল্ডেবল স্মার্টফোনের উৎপাদন শুরু হবে।