আসবে আর জয় করবে, Google Pixel Foldable ফোনে থাকবে সনির ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা

বর্তমান সময়ে স্মার্টফোন গ্রাহকদের মধ্যে ফোল্ডেবল ডিভাইসগুলি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে এগুলির চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় রেখে বিভিন্ন শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স…

বর্তমান সময়ে স্মার্টফোন গ্রাহকদের মধ্যে ফোল্ডেবল ডিভাইসগুলি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে, যার ফলে এগুলির চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেই কথা মাথায় রেখে বিভিন্ন শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স নির্মাতারা ফোল্ডেবল হ্যান্ডসেট নির্মাণে অধিক আগ্রহী হয়েছে। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে যে, গুগল (Google) ইদানিং তাদের Pixel ব্র্যান্ডের অধীনে একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের ওপর কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রখ্যাত প্রযুক্তি সংস্থাটি ফোল্ডেবল স্মার্টফোনের সেগমেন্টে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং (Samsung)-এর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই নতুন Pixel ফোনটি বাজারে আনার সিদ্ধান্ত নিয়েছে। Google Pixel Notepad নামে পরিচিত ডিভাইসটি প্রাথমিকভাবে চলতি বছরের শেষের দিকে লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে, তবে বেশ কিছু রিপোর্ট এও দাবি করা হয়েছে যে, এই ফোল্ডেবলটির লঞ্চ আগামী বছর পর্যন্ত বিলম্বিত হয়েছে। আর এখন এক পরিচিত লিকস্টার Google Pixel ফোল্ডেবল হ্যান্ডসেটের একটি ভিন্ন ভ্যারিয়েন্টের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস করেছেন। জানা যাচ্ছে, এতে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখতে পাওয়া যাবে।

ফাঁস হল সম্ভাব্য নতুন Google Pixel ফোল্ডেবল ফোনের ক্যামেরার বিবরণ

লিকস্টার কুবা ওজসিচৌসকি (Kuba Wojciechowski) টুইটারে আসন্ন পিক্সেল ফোল্ডেবলের অন্য একটি ভ্যারিয়েন্টের ক্যামেরা স্পেসিফিকেশন শেয়ার করেছেন, যেটি টিপস্টারের দাবি অনুযায়ী আগের মডেলের থেকে আলাদা হবে।

কুবা জানিয়েছেন যে, আসন্ন ডিভাইসটির কোডনেম রাখা হয়েছে “ফেলিক্স” (Felix) এবং এর ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট অবস্থান করবে, যা ৬৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৮৭ (Sony IMX787) প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৬৮ (Sony IMX386) আল্ট্রাওয়াইড লেন্স এবং একটি ১০.৮ মেগাপিক্সেলের এস৫ কে৩জে১ (S5K3J1) টেলিফটো লেন্স নিয়ে গঠিত৷ আবার ইনার ক্যামেরাটি একটি ৮ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৫৫ (IMX355) সেন্সর ব্যবহার করবে এবং সামনের দিকের আউটার ক্যামেরাটি এস৫ কে৩জে১ (S5K3J1) সেন্সর ব্যবহার করবে বলে জানা গেছে।

যদিও, গুগল পিক্সেল ফোল্ডেবল ওরফে পিক্সেল নোটপ্যাডের বিষয়ে এখনও সেভাবে কিছু জানা যায়নি, তবে, আগামী ৬ অক্টোবর আয়োজিত গুগল পিক্সেল ৭ সিরিজের লঞ্চ ইভেন্টে, এই নয়া ডিভাইসটির সম্পর্কে আরও কিছু তথ্য কোম্পানির তরফে প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বিভিন্ন সূত্র মারফৎ পাওয়া তথ্য অনুযায়ী, Google Pixel Notepad-এ গত বছর বাজারে আত্মপ্রকাশ করা Oppo Find N-এর অনুরূপ ফর্ম ফ্যাক্টর দেখা যাবে, যার অর্থ আনফোল্ড করা অবস্থায় এটি সম্ভবত একটি বর্গাকার ডিজাইন প্রদর্শন করবে। গুগলের এই ফোল্ডেবল ফোনটিতে ৫.৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে বলে শোনা যাচ্ছে এবং এটি কোম্পানির নিজস্ব গুগল টেনসর চিপসেট দ্বারা চালিত হবে।