Google Pixel ফোনে বড়সড় ত্রুটি! কেনার পরও ডিভাইস ফেরত দিচ্ছে ক্রেতারা

Google Pixel Phone Overheating Battery Drain Issue - পিক্সেল স্মার্টফোনগুলিতে বড় ত্রুটি রয়েছে বলে জানা গিয়েছে। ওভারহিটিং ও ব্যাটারি ড্রেনের সমস্যা দেখা দেওয়ায় এই ফোন কেনা থেকে পিছিয়ে যাচ্ছেন ক্রেতারা। দ্রুত সমস্যা মেটানো হবে বলে দাবি করেছে গুগল।

Suvrodeep Chakraborty 11 Nov 2024 6:40 PM IST

আইফোনের সঙ্গে পাল্লা দিয়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে Google Pixel স্মার্টফোন। দুর্দান্ত ক্যামেরা, পারফরম্যান্স এবং ডিজাইনের নিরিখে নামী দামি ফোনকে পিছনে ফেলেছে এই ব্র্যান্ড। তবে সম্প্রতি গুগল পিক্সেলে বড় দুটি সমস্যা দেখা গিয়েছে বলে খবর। যা চিন্তা বাড়িয়েছে পিক্সেল ফোন ব্যবহারকারীদের। যদিও গুগলের দাবি, তারা দ্রুত এই সমস্যা সমাধান করবে।

গুগল পিক্সেল স্মার্টফোনে বড় সমস্যা

এই তথ্য সামনে এসেছে গুগলের একটি ডকুমেন্ট ফাঁস হওয়ার পর। টেক সংবাদ মাধ্যম অ্যান্ড্রয়েড অথোরিটির রিপোর্ট অনুযায়ী, সংস্থার জিচিপস বিভাগের ডকুমেন্ট ফাঁস হয়েছে ইন্টারনেটে। জানা গিয়েছে, এই ফোনে ওভারহিটিং ও ব্যাটারি ড্রেনের সমস্যা দেখা গিয়েছে। সহজ করে বললে, জলদি গরম হওয়ার পাশাপাশি দ্রুত চার্জ শেষ হয়ে যাচ্ছে স্মার্টফোনে। যার ফলে ফোনের বিক্রিতে বড়সড় প্রভাব পড়েছে।

এই ত্রুটির কথা জানার পরই ফোন কেনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন অনেকে। আবার কেউ ফেরত দিয়ে দিচ্ছেন। রিপোর্ট থেকে জানা গিয়েছে, এই পিক্সেল ফোনে দুর্বল মানের থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। যে কারণে দ্রুত গরম হয়ে যাচ্ছে ব্যাটারি। তবে এই সমস্যা নিয়ে গুগল কাজ শুরু করেছে তা উল্লেখ করা হয়েছে ফাঁস হওয়া রিপোর্টে।

মালিবু নামের কোডনেমের সাথে টেনসর জি৫ এবং জি৬ চিপ উন্নত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এই নতুন দুটি প্রসেসর আসন্ন পিক্সেল সিরিজে পাওয়া যাবে বলে সূত্রের খবর। ২০২৬ সালে লঞ্চ হবে গুগল পিক্সেল ১১ সিরিজ। সেখানে উন্নত প্রসেসর থাকবে বলে দাবি সংস্থার।

টেনসর জি৫ চিপে ১+৫+২, ফাইভ পারফরম্যান্স কর্টেক্স-এ৭২৫ এবং টু কর্টেক্স-এ৫২০ থাকবে। অন্যদিকে জি৬ চিপে ১+৬ কোর পারফরম্যান্স কর্টেক্স-এক্স৯৩০ থাকবে বলে জানা গিয়েছে। এই চিপে শুধু উন্নত থার্মাল ম্যানেজমেন্ট পাওয়া যাবে না, তার সঙ্গে দ্রুত গতিতে মাল্টিটাস্কিং ও করা যাবে।

Show Full Article
Next Story