Pixel 7 Pro এর এই বিশেষ সুবিধা নেই আইফোনে, Apple কে খোঁচা দিয়ে বিজ্ঞাপন Google এর

প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে একে অপরের ডিভাইস নিয়ে তির্যক বাক্যবাণ ছোড়া বা মজা-মস্করা করা আজকাল...
SUPARNA 20 Aug 2023 11:27 AM IST

প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন ব্র্যান্ডগুলির মধ্যে একে অপরের ডিভাইস নিয়ে তির্যক বাক্যবাণ ছোড়া বা মজা-মস্করা করা আজকাল প্রায়শই দেখা যাচ্ছে। সম্প্রতি আবার Google -কে Pixel 7 Pro ফোন নিয়ে তৈরি বিজ্ঞাপনে Apple iPhone 14 Pro মডেলের অনুবাদ ক্ষমতাকে (Translation Abilities) উপহাস করতে দেখা গেছে। Google -এর #BestPhonesForever ক্যাম্পেইনের অংশ হিসাবে নির্মিত এই বিজ্ঞাপনে 'ফুটবল বনাম সকার' (Football vs Soccer) বিতর্ককে কৌতুক ছলে তুলে ধরা হয়েছে। iPhone 14 Pro -এর শব্দকোষে যেখানে 'সকার' ছাড়া ফুটবলের আর আর কোনো বিকল্প ভাষা নেই, সেখানেই Pixel 7 Pro -কে বিভিন্ন দেশীয় ভাষায় 'ফুটবল' শব্দ অনুবাদ করতে শোনা গেছে।

সীমিত অনুবাদ ক্ষমতাকে হাতিয়ার করে Apple iPhone 14 Pro -কে ঠাট্টার পাত্র করলো Google

গুগল দ্বারা ইউটিউবে শেয়ার করা ১-মিনিটের বিজ্ঞাপনে মূলত পিক্সেল ৭ প্রো স্মার্টফোনের 'লাইভ ট্রান্সলেট' (Live Translate) ফিচারের কার্যকারিতাকেই তুলে ধরতে 'ফুটবল বনাম সকার' বিতর্ককে টেনে আনা হয়েছে। জানিয়ে রাখি, আলোচ্য ফিচারটি ২০টিরও বেশি আঞ্চলিক ভাষায় রিয়েল-টাইম ট্রান্সলেশন বা অনুবাদ করতে দেয়। সর্বোপরি, আলোচ্য বৈশিষ্ট্যের মূল ইউএসপি হল অনুবাদ ক্ষমতাকে উন্নত করার জন্য এতে পিক্সেলের এআই (AI) টেকনোলজি ব্যবহার করা হয়েছে। আবার গুগলের নিজস্ব কাস্টম টেনসর চিপসেট ব্যবহার করায়, ডিভাইসটি অনুবাদের ক্ষেত্রে দুর্দান্ত পারফরম্যান্স প্রদানেও সক্ষম।

বিজ্ঞাপনের শুরুতে Apple iPhone এবং Google Pixel মডেলকে একেঅপরের সাথে কথোপকথনে ব্যস্ত দেখা গেছে। এরপর কথায় কথায় পিক্সেল ফোনের লাইভ ট্রান্সলেট ফিচারের প্রসঙ্গ ওঠে। যার পরিপ্রেক্ষিতে আইফোনটিকে বলতে শোনা যায়, সেও এমন ভাষায় অনুবাদে সক্ষম যা বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষ বোঝে। এই ভাষা কী? জানতে চাওয়ায় আইফোন বলে 'সকার'। আর এখান থেকেই এই আন্তর্জাতিক খেলাটিকে "ফুটবল" নাকি "সকার" কোনটা বলা উচিত সেই বিতর্কটি উঠে আসে।

https://youtu.be/ZcFx8UtrrOw

যদিও এই মতবিরোধকে সম্পূর্ণরূপে রসাত্মক ভঙ্গিতে দেখানো হয়েছে বিজ্ঞাপনে। পিক্সেল যতবার নিজের ২০টিরও বেশি ভাষা সনাক্ত করতে সক্ষম 'লাইভ ট্রান্সলেট' ফিচার ব্যবহার করে 'ফুটবল' -কে বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে, ততবারই আইফোনকে শুধুমাত্র 'সকার' শব্দটি উচ্চারণ করতে দেখা গেছে। যদিও শেষ অবধি হার মানতে কাউকেই দেখা যায়নি।

এমনকি Pixel 7 Pro এবং iPhone 14 Pro ফোনের মধ্যে তর্ক-বিতর্কের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ আড্ডার ছলে একে অপরের ফিচারের তারিফ করতেও শোনা গেছে। তবে এই বিজ্ঞাপনের উদ্দেশ্যে যেহেতু, 'পিক্সেল হ্যান্ডসেট কেন আইফোনের থেকেও ভালো' প্রমাণ করা ছিল, সেহেতু ফিচারগত সমালোচনা তো করতেই হতো। তাই 'লাইভ ট্রান্সলেট' বৈশিষ্ট্যটির কথা তুলে ধরা হয়েছে।

Show Full Article
Next Story