Android 16: সময়ের আগেই অ্যান্ড্রয়েড ১৬ ওএস লঞ্চ করবে গুগল, কোন ফোনে আগে আপডেট আসবে দেখে নিন
Android 16 - সূত্রের খবর, এপ্রিল বা জুন নাগাদ আনুষ্ঠানিক ভাবে অ্যান্ড্রয়েড ১৬ এর ঘোষণা করতে পারে গুগল। জানা গিয়েছে, ওই সময় লঞ্চ হওয়া স্মার্টফোন ও ডিভাইসগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিতে চলেছে গুগল।
প্রতি বছর নতুন অ্যান্ড্রয়েড ভার্সন আনে গুগল। চলতি বছর বেশ কিছু স্মার্টফোনে ইতিমধ্যেই অ্যান্ড্রয়েড ১৫ আপডেট চলে এসেছে। এবার অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে কাজ করতে শুরু করল টেক জায়েন্ট। ইতিমধ্যে টেক দুনিয়ায় অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে, নির্ধারিত সময়ের আগেই আসবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম।
অ্যান্ড্রয়েড ১৬ নিয়ে বড় ঘোষণা গুগলের
২০২৫ সালের তৃতীয় বা চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ বছরের শেষের দিকে অ্যান্ড্রয়েড ১৬ আপডেট রোল আউট করার সিদ্ধান্ত নিয়েছিল গুগল। তবে সেই তারিখ এগিয়ে আনল সংস্থা। সূত্রের খবর, এপ্রিল বা জুন নাগাদ আনুষ্ঠানিক ভাবে অ্যান্ড্রয়েড ১৬ এর ঘোষণা করতে পারে গুগল। জানা গিয়েছে, ওই সময় লঞ্চ হওয়া স্মার্টফোন ও ডিভাইসগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিতে চলেছে গুগল।
আগামী বছর নতুন পিক্সেল সিরিজও লঞ্চ করবে সংস্থা। ডিভাইসগুলি স্বাভাবিকভাবেই অ্যান্ড্রয়েড ১৫ সহ আসবে। তবে এগুলিতে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম থাকলেও অবাক হওয়ার কিছু নেই। তবে স্যামসাং-সহ বেশ কিছু ব্র্যান্ড সেই সময় কোনও ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করবে না বলে জানা গিয়েছে।
অ্যান্ড্রয়েড ১৬ রোল আউট করার পর একই বছরে আরও একটি আপডেট আনার কথা জানিয়েছে গুগল। যেখানে প্রযুক্তিগত ত্রুটি, অপ্টিমাইজেশন এবং ফিচার আপডেটগুলি আরও ভালো ভাবে পাওয়া যাবে। এটি অক্টোবর-ডিসেম্বর নাগাদ রোল আউট হতে পারে। জানা গিয়েছে, এই ভার্সন অ্যান্ড্রয়েড ১৬.১ নামে বাজারে আনতে পারে গুগল।
অন্যদিকে, ২০২৫ সালে গুগল পিক্সেল ১০ সিরিজ লঞ্চ হবে বলে জানা গিয়েছে। এই স্মার্টফোনে বেশ কিছু নতুনত্ব দেখা যেতে পারে, যা আগের পিক্সেল মডেলগুলিতে নেই। এছাড়াও গুগলের নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে কৃত্রিম বুদ্ধিমত্তাকেও বিশেষ ভাবে প্রাধান্য দিতে চলেছে গুগল।
Android 16 - সূত্রের খবর, এপ্রিল বা জুন নাগাদ আনুষ্ঠানিক ভাবে অ্যান্ড্রয়েড ১৬ এর ঘোষণা করতে পারে গুগল। জানা গিয়েছে, ওই সময় লঞ্চ হওয়া স্মার্টফোন ও ডিভাইসগুলির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নিতে চলেছে গুগল।