সুরক্ষিত নয় Android 13-ও, একাধিক অ্যান্ড্রয়েড চালিত ফোনের জন্য সতর্কতা জারি করল সরকার

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In একটি সর্তকতা জারি করেছে। সংস্থাটি...
techgup 15 Aug 2023 8:14 PM IST

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম অর্থাৎ CERT-In একটি সর্তকতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে যে, লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ (Android 13) সহ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের বেশ কয়েকটি সংস্করণে কিছু বাগ দেখা গেছে, যা বেশ ক্ষতিকারক। এই বাগগুলির সাহায্যে প্রতারকরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি করতে সক্ষম।

CERT-In এমন একটি সংস্থা যেটি ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। এর মূল লক্ষ্য হলো ভারতীয় সাইবারস্পেস সুরক্ষিত রাখা, হ্যাকিং এবং ফিশিং-এর মতো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সম্পর্কে ব্যবহারকারীদের সচেতন করে তোলা।

CERT-In সম্প্রতি সতর্কতা জারি করে জানিয়েছে যে, তারা সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ওএস-এর একাধিক সংস্করণে কিছু দুর্বলতা খুঁজে পেয়েছে।

কোন কোন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা বিপদের সম্মুখীন হতে পারেন?

সংস্থাটি তাদের অফিসিয়াল নোটে জানিয়েছে যে, অ্যান্ড্রয়েডের একাধিক সংস্করণে এই দুর্বলতা লক্ষ্য করা গেছে, যার মাধ্যমে আক্রমণকারীরা সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম। সংস্থাটি আরো জানিয়েছে যে, এই বাগ অ্যান্ড্রয়েড ১০, অ্যান্ড্রয়েড ১১, অ্যান্ড্রয়েড ১২, অ্যান্ড্রয়েড ১২এল এবং অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড ১৩-কেও প্রভাবিত করতে পারে।

কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপডেট করবেন?

  • প্রথমে ডিভাইসের সেটিংস এ যান।
  • তারপর 'সিস্টেম' অপশনে ট্যাপ করুন।
  • এরপর 'সিস্টেম আপডেট'-এ ট্যাপ করুন।
  • আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি কোনো আপডেট উপলব্ধ থাকে তাহলে সেটি ডাউনলোড এবং ইন্সটল করুন।
  • আপডেট সম্পূর্ণ করতে স্ক্রিনে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন।

CERT-In দ্বারা শনাক্ত করা বাগের তালিকা -

  • CVE-2020-29374
  • CVE-2022-34830
  • CVE-2022-40510
  • CVE-2023-20780
  • CVE-2023-20965
  • CVE-2023-21132
  • CVE-2023-21133
  • CVE-2023-21134
  • CVE-2023-21140
  • CVE-2023-21142
  • CVE-2023-21264
  • CVE-2023-21267
  • CVE-2023-21268
  • CVE-2023-21269
  • CVE-2023-21270
  • CVE-2023-21271
  • CVE-2023-21272
  • CVE-2023-21273
  • CVE-2023-21274
  • CVE-2023-21275
  • CVE-2023-21276
  • CVE-2023-21277
  • CVE-2023-21278
  • CVE-2023-21279
  • CVE-2023-21280
  • CVE-2023-21281
  • CVE-2023-21282
  • CVE-2023-21283
  • CVE-2023-21284
  • CVE-2023-21285
  • CVE-2023-21286
  • CVE-2023-21287
  • CVE-2023-21288
  • CVE-2023-21289
  • CVE-2023-21290
  • CVE-2023-21292
  • CVE-2023-21626
  • CVE-2023-22666
  • CVE-2023-28537
  • CVE-2023-28555

Show Full Article
Next Story
Share it