প্রিমিয়াম রেঞ্জে লঞ্চ হল নতুন Hisense Game TV Ace 2023 মডেল, থাকবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে

এবার নিজের দেশীয় বাজার চীনে Hisense Game TV Ace 2023 (হাইন্স গেম টিভি এস ২০২৩) নামে লেটেস্ট স্মার্টটিভি লঞ্চ করল...
Anwesha Nandi 14 March 2022 8:23 PM IST

এবার নিজের দেশীয় বাজার চীনে Hisense Game TV Ace 2023 (হাইন্স গেম টিভি এস ২০২৩) নামে লেটেস্ট স্মার্টটিভি লঞ্চ করল প্রখ্যাত ইলেকট্রনিক্স তথা মাল্টি ন্যাশনাল ব্র্যান্ড Hisense। নতুন মডেলটি ২৪০ হার্টজ রিফ্রেশ রেট এবং 4K ডিসপ্লে প্যানেলসহ এসেছে। সাথে রয়েছে ডলবি ভিশন, অডিও-ভিজ্যুয়াল জোন সাপোর্ট, Wi-Fi 6 কানেক্টিভিটি, লাইভ ভিডিও স্ট্রিমিং ইত্যাদি ফিচার। এছাড়াও এতে একটি ডেডিকেটেড লো-লেটেন্সি মোড বিদ্যমান। মূল্যের কথা বললে, ফিচারে ঠাসা টিভিটি প্রিমিয়াম রেঞ্জে আত্মপ্রকাশ করেছে। আসুন এখন Hisense Game TV Ace 2023-এর দাম, প্রাপ্যতা এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নিই…

Hisense Game TV Ace 2023-এর মূল্য, উপলব্ধতা

সদ্য লঞ্চ হওয়া হাইন্স গেম টিভি এস ২০২৩ মডেলের দাম রাখা হয়েছে ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৬০,২০০ টাকা)। বর্তমানে টিভিটি চীনের বাজারে কেনা যাবে। তবে, এটি বিশ্বের অন্য কোন অঞ্চলে আত্মপ্রকাশ করবে কিনা সে সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বিবরণ নেই।

Hisense Game TV Ace 2023-এর স্পেসিফিকেশন

হাইন্স গেম টিভি এস ২০২৩-তে একটি ৬৫ ইঞ্চি 4K ডিসপ্লে দেওয়া হয়েছে যার রেসপন্স টাইম ২.৭ মিলিসেকেন্ড এবং স্ক্রিন রিফ্রেশ রেট ২৪০ হার্টজ। অতিরিক্তভাবে কোম্পানি এতে Hisense U+ ইমেজ ইঞ্জিন ২.০ অন্তর্ভুক্ত করেছে। এছাড়া টিভিটি ৪ জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ এবং কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত হয়।

কানেক্টিভিটি ফিচারের কথা বললে, নতুন হাইন্স টিভিতে এইডিএমআই ২.১, ওয়াইফাই ৬ এবং এনএফসি ফিচার অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও এটি এআই (AI) আপস্কেলিং, সারাউন্ড সাউন্ড ফিল্ড, এআই সিন ফিট কন্টেন্ট ওয়ার্নিং, এআই ভোকাল অ্যাওয়ারনেস এবং এআই ইকুয়ালাইজারের মত বৈশিষ্ট্য অফার করবে।

Show Full Article
Next Story