Nokia ফোন নির্মাতা ব্র্যান্ড লঞ্চ করল HMD 105 ও 110 ফিচার ফোন, দাম শুরু 2199 টাকা থেকে
গত জুন মাসে এইচএমডি গ্লোবাল ভারতে তাদের 2G মডেলগুলি লঞ্চ করার পর, এখন এদেশে HMD 105 4G এবং HMD 110 4G ফিচার ফোনগুলি লঞ্চ...গত জুন মাসে এইচএমডি গ্লোবাল ভারতে তাদের 2G মডেলগুলি লঞ্চ করার পর, এখন এদেশে HMD 105 4G এবং HMD 110 4G ফিচার ফোনগুলি লঞ্চ করেছে। আসুন এই বাজেট রেঞ্জের হ্যান্ডসেটগুলির দাম এবং বৈশিষ্ট্যগুলি সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।
ভারতে HMD 105 4G এবং HMD 110 4G ফোনের মূল্য এবং লভ্যতা
এইচএমডি 105 4জি ব্ল্যাক, সায়ান এবং পিঙ্ক কালারে পাওয়া যাচ্ছে। ফোনটির দাম রাখা হয়েছে 2,199 টাকা। অন্যদিকে, এইচএমডি 110 4জি মডেলটিকে টাইটানিয়াম এবং ব্লু কালারে বেছে নেওয়া যাবে, যার দাম 2,399 টাকা। দুটি ফোনই রিটেইল আউটলেট, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং অফিসিয়াল এইচএমডি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। উভয় মডেলের সাথে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অন্তর্ভুক্ত রয়েছে।
HMD 105 4G এবং HMD 110 4G ফোনের স্পেসিফিকেশন
ক্লাউড ফোন অ্যাপের মাধ্যমে ইউটিউব (Youtube), ইউটিউব মিউজিক (Youtube Music) এবং ইউটিউব শর্টস (Youtube Shorts)-এ অ্যাক্সেসের মতো আধুনিক ফিচারগুলি প্রদান করা HMD 105 4G এবং HMD 110 4G ফিচার ফোনগুলির লক্ষ্য, যা ব্যবহারকারীদের যেকোনও সময়ে বিনোদন এবং তথ্য প্রদান করবে।
HMD 105 4G এবং HMD 110 4G ফোনগুলি নিরাপদ ইউপিআই (UPI) লেনদেনের জন্য একটি অ্যাপের সাথে এসেছে এবং এটি সহজে হ্যান্ডলিং করার জন্য একটি শক্তিশালী ডিজাইন যুক্ত। ফোন দুটির মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে 1,450 এমএএইচ ব্যাটারি, এমপি3 প্লেয়ার, ওয়্যারলেস এফএম রেডিও, 32 জিবি এসডি কার্ড সাপোর্ট এবং ফোন টকার অ্যাপ৷ ডিভাইসগুলি 23টি ভাষা সাপোর্ট করে এবং 13টি ইনপুট ল্যাংগুয়েজ অফার করে, যা একটি বিস্তৃত ইউজার বেসকে টার্গেট করে।