এক চার্জে 18 দিন, মাত্র 999 টাকায় লঞ্চ হল HMD 105 ও HMD 110, রয়েছে ক্যামেরা ও UPI সাপোর্ট
এইচএমডি গ্লোবাল দীর্ঘদিন ধরে নোকিয়া (Nokia) ব্র্যান্ডের ফোন তৈরি করত। বর্তমানে এই ফিনল্যান্ডের কোম্পানিটি নিজস্ব নামে...এইচএমডি গ্লোবাল দীর্ঘদিন ধরে নোকিয়া (Nokia) ব্র্যান্ডের ফোন তৈরি করত। বর্তমানে এই ফিনল্যান্ডের কোম্পানিটি নিজস্ব নামে ডিভাইস লঞ্চ করা শুরু করেছে শুরু করেছে। গ্লোবাল মার্কেট পর কোম্পানি আজ অবশেষে ভারতে প্রথম এইচএমডি ব্র্যান্ডেড ফিচার ফোন লঞ্চ করেছে। এগুলি হল HMD 105 এবং HMD 110৷ অত্যন্ত সস্তায় এই ফিচারগুলি বেশ কিছু আধুনিক বৈশিষ্ট্যের সাথে এসেছে৷ আসুন HMD 105 এবং HMD 110 হ্যান্ডসেট দুটির দাম এবং সকল স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
HMD 105 এবং HMD 110: মূল্য এবং লভ্যতা
ভারতের বাজারে এইচএমডি ১০৫ ফিচার ফোনের দাম মাত্র ৯৯৯ টাকা এবং এটি আজ থেকে তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে- কালো, বেগুনি এবং নীল। অন্যদিকে, এইচএমডি ১১০ দুটি রঙে মিলবে - কালো এবং সবুজ। এই ফোনটির দাম রাখা হয়েছে করে ১,১৯৯ টাকা। দুটি ফোনই সব রিটেইল স্টোর, ই-কমার্স সাইট এবং কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাবে।
HMD 105 এবং HMD 110: স্পেসিফিকেশন এবং ফিচার
এইচএমডি ১০৫ এবং এইচএমডি ১১০ ডিভাইসগুলি একটি ইন-বিল্ট ইউপিআই অ্যাপ্লিকেশন সহ এসেছে, যার মাধ্যমে ইউজাররা ইন্টারনেট অ্যাক্সেসের প্রয়োজন ছাড়াই ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এগুলি বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার, ভয়েস অ্যাসিস্ট্যান্স সহ আরও বেশকিছু উন্নত ফিচার অফার করে।
কোম্পানি জানিয়েছে যে, HMD 105 এবং HMD 110 হ্যান্ডসেট দুটিতে ফোন টকার, অটো কল রেকর্ডিং, এমপি৩ প্লেয়ার এবং ওয়্যার্ড ও ওয়্যারলেস এফএম রেডিওর মতো বৈশিষ্ট্যগুলি লোড করা রয়েছে। HMD 105 ফোনে ডুয়েল-এলইডি ফ্ল্যাশ রয়েছে, যেখানে HMD 110 একটি প্রিমিয়াম ক্যামেরা ডিজাইন অফার করে।
এছাড়াও, HMD 105 এবং HMD 110 মডেলগুলি ইনপুটের জন্য সর্বাধিক ৯টি স্থানীয় ভাষা এবং রেন্ডারিংয়ের জন্য ২৩টি ভাষা সাপোর্ট করে। ফোনগুলি ১,০০০ এমএএইচ ব্যাটারি সহ এসেছে, যা একবার চার্জে ১৮ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে বলে দাবি করা হয়। ফোনগুলি এক বছরের ওয়ারেন্টি সহ এসেছে।