HMD Arc সস্তায় 108 মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে, থাকবে বড় ডিসপ্লে সহ 5G সাপোর্ট
HMD শীঘ্রই তাদের শক্তিশালী ক্যামেরা ফোন বাজারে আনতে চলেছে। সংস্থার এই পরবর্তী মিড-রেঞ্জ স্মার্টফোনের কোডনেম 'Arc',...HMD শীঘ্রই তাদের শক্তিশালী ক্যামেরা ফোন বাজারে আনতে চলেছে। সংস্থার এই পরবর্তী মিড-রেঞ্জ স্মার্টফোনের কোডনেম 'Arc', যেখানে দুর্দান্ত ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশন থাকবে। টিপস্টার @smashx_60 আজ ডিভাইসটির প্রথম ছবি এবং ফিচার ফাঁস করেছেন। তার দাবি আসন্ন ফোনটি স্পেশাল হবে। আসুন এটি দেখতে কেমন হবে জেনে নেওয়া যাক।
তিনটি রঙে আসতে পারে HMD Arc
টিপস্টার এইচএমডি আর্ক ফোনের ডিজাইন ও স্পেসিফিকেশন প্রকাশ করেছেন। এর ডিজাইন ব্র্যান্ডের স্কাইলাইন এর থেকে আরও ট্রাডিশনাল। ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ডিভাইসটি ব্লু, গ্রিন ও পার্পেল কালারে আসবে।
থাকবে 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা
এইচএমডি আর্ক স্মার্টফোনের পিছনে 108 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা থাকবে। ক্যামেরা মডিউলের গায়ে '108MP' কথাটি লেখা থাকবে। এর সেকেন্ডারি লেন্স আল্ট্রাওয়াইড বা ম্যাক্রো সেন্সর হবে, যদিও এর স্পেসিফিকেশন এখনও জানা যায়নি। আর সামনে, এফ / 2.0 অ্যাপারচার সহ 50-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। উল্লেখ্য, এইচএমডি স্কাইলাইন মডেলেও রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ডিসপ্লে আরও বড়
HMD Arc ফোনে 6.78-ইঞ্চি আইপিএস প্যানেল থাকবে, যা 1080p+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি স্কাইলাইনের 6.55-ইঞ্চি পি-ওএলইডি ডিসপ্লের চেয়ে বড় হবে। তবে, আইপিএস ডিসপ্ল ব্যবহার করায় বোঝা যাচ্ছে 'আর্ক' আরও সাশ্রয়ী মূল্যের লঞ্চ হবে, যদিও এর স্ক্রিন সাইজ এবং রিফ্রেশ রেট বেশি থাকবে।
বেশি র্যাম, ফাস্ট চার্জিং এবং 5G সাপোর্ট থাকবে
ফোনটি 5G সাপোর্ট সহ এআরএম-ভিত্তিক কোয়ালকম চিপসেট দ্বারা চালিত হবে বলে জানা গেছে, যার সাথে 8 জিবি র্যাম যুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। আবার স্মার্টফোনটি ইউএসবি-সি পোর্টের মাধ্যমে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
HMD Arc সাশ্রয়ী মূল্যে আসতে পারে
এইচএমডি আর্ক হাই বাজেট রেঞ্জে আসবে বলে মনে হচ্ছে। এইচএমডি স্কাইলাইনের ভারতে দাম 35,999 টাকা এবং এতে ট্রিপল-ক্যামেরা সেটআপ ও স্ন্যাপড্রাগন 7 এস জেন 2 চিপ রয়েছে। তবে "আর্ক" আরও কম দামে আসবে। যেহেতু এই ফোনে টেলিফোটো লেন্স থাকবে না এবং আইপিএস ডিসপ্লে দেওয়া হবে।