2000 টাকা ডিসকাউন্ট সহ HMD Fusion ফোনের প্রথম সেল আজ, রয়েছে 6000 টাকার গিফট
HMD Fusion স্মার্টফোনে আছে 50MP সেলফি ক্যামেরা, 108MP প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারি ও অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম।
Highlights
• অ্যামাজন থেকে HMD Fusion ফোনের আজ থেকে সেল শুরু হয়েছে।
• প্রথম সেলে এইচএমডি ফিউশন কেনা যাবে 15,999 টাকায়।
• প্রথম সেলে এইচএমডি ফিউশন কিনলে এইচএমডি ক্যাজুয়াল, ফ্ল্যাশি ও গেমিং আউটফিট পাওয়া যাবে।
HMD Fusion Sale: নোকিয়া ফোন নির্মাতা HMD ভারতের বাজারে সম্প্রতি তাদের নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন HMD Fusion লঞ্চ করেছে। আজ থেকে এর বিক্রি শুরু হয়েছে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের ফায়দা তুলতে পারবেন। ফিচারের কথা বললে এই স্মার্টফোনে আছে 50MP সেলফি ক্যামেরা, 108MP প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারি ও অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম।
HMD Fusion ফোনের দাম ও সেল অফার
জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে এইচএমডি ফিউশন ফোনটি কেনা যাবে। ডিভাইসটির প্রাথমিক মূল্য 17,999 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম সেলে এইচএমডি ফিউশন কেনা যাবে 15,999 টাকায়, অর্থাৎ 2,000 টাকা ডিসকাউন্টে। এছাড়াও ফোনটি কিনলে থাকছে 5,999 টাকার ফ্রি উপহার।
HMD Fusion ফোনের সাথে আউটফিট পাওয়া যাবে
প্রথম সেলে এইচএমডি ফিউশন কিনলে এইচএমডি ক্যাজুয়াল, ফ্ল্যাশি ও গেমিং আউটফিট পাওয়া যাবে। গেমিং আউটফিটে একটি গেম কন্ট্রোলার রয়েছে। ফ্ল্যাশি আউটফিটে রয়েছে 16 মিলিয়ন রঙের আরজিবি এলইডি ফ্ল্যাশ রিং। তবে এই অফার সীমিত সময়ের জন্য উপলব্ধ।
স্পেসিফিকেশন ও ফিচার
এইচএমডি ফিউশনে ফোনে আছে 6.56-ইঞ্চি এইচডি + ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর, 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ভার্চুয়াল র্যাম সাপোর্ট করবে এবং মাইক্রো এসডি কার্ড স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক অপারেটিং সিস্টেমে চলে।
ক্যামেরা সেটআপের কথা বললে এর ব্যাক প্যানেলে 108MP ক্যামেরা সেটআপ এবং সেলফি বা ভিডিও কলের জন্য সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এতে নাইট মোড, ফ্ল্যাশ শট 2.0 এবং জেসচার সেলফি কন্ট্রোলের মতো ক্যামেরা ফিচার রয়েছে। এই ফোনে 33W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
HMD Fusion স্মার্টফোনে আছে 50MP সেলফি ক্যামেরা, 108MP প্রাইমারি ক্যামেরা, 5000mAh ব্যাটারি ও অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম।