HMD Fusion দুর্দান্ত আউটফিট সহ ভারতে লঞ্চ হল, বাড়িতে বসেই সারাই করতে পারবেন স্ক্রিন, ব্যাটারি
ভারতে HMD Fusion স্মার্টফোনের 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা। তবে অফারে এটি এখন 15,999 টাকায় পাওয়া যাবে।
প্রত্যাশা মতোই HMD Fusion স্মার্টফোন আজ ভারতে লঞ্চ হল। এতে ইউনিক ডিজাইন ও সেলফ রিপেয়ার সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ বাড়ি বসেই ফোন সারাই করতে পারবেন ব্যবহারকারীরা। আবার এই ডিভাইসের সাথে অ্যাক্সেসরিজ কেনা যাবে। যার মধ্যে একটি আউটফিট এবং আরেকটি গেমিং কন্ট্রোলার। আউটফিটের দ্বারা আপনি স্মার্টফোনের লুক পরিবর্তন করতে পারবেন। আসুন এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
HMD Fusion: ভারতে দাম ও প্রাপ্যতা
ভারতে HMD Fusion স্মার্টফোনের 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা। তবে অফারে এটি এখন 15,999 টাকায় পাওয়া যাবে। আগামী 29 নভেম্বর অ্যামাজন ও hmd.com থেকে ডিভাইসটি কেনা যাবে।
এই ফোন কিনলে বিনামূল্যে 5,999 টাকার এইচএমডি ক্যাজুয়াল আউটফিট, এইচএমডি ফ্ল্যাশি আউটফিট, এইচএমডি গেমিং আউটফিট পাওয়া যাবে।
HMD Fusion: স্পেসিফিকেশন ও ফিচার
এইচএমডি ফিউশন হল সংস্থার দ্বিতীয় প্রজন্মের সেলফ রিপেয়ার ডিজাইন সহ আসা ফোন। ব্যবহারকারীরা কিটের মাধ্যমে ডিসপ্লে, ব্যাটারি, চার্জিং পোর্ট পরিবর্তন করতে পারবেন। আবার এইচএমডি ফিউশন এর সাথে আউটফিট পাওয়া যাবে। এগুলি পিনের মাধ্যমে ব্যাক প্যানেলে লাগানো যাবে। এর মধ্যে একটি আউটফিট ক্যামেরার চারপাশে লাইট দেবে। এছাড়া আছে গেমিং কন্ট্রোলার।
সংস্থার তরফে বলা হয়েছে যে, HMD Fusion দুটি বড় অ্যান্ড্রয়েড আপডেট পাবে। এর সাথে তিন বছর সিকিউরিটি আপডেট মিলবে। আবার এর ক্যামেরা অ্যাপে নাইট মোড 3.0 ও ফ্ল্যাশ শট 2.0 ফিচার যুক্ত আছে, যা কম আলোতে ভালো ছবি তুলতে দেবে। আসুন এর টেকনিক্যাল স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
ডিসপ্লে: 90Hz রিফ্রেশ রেট সহ 6.56 ইঞ্চি আইপিসি এলসিডি স্ক্রিন যার রেজোলিউশন HD+ 720P।
প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2।
সফটওয়্যার: অ্যান্ড্রয়েড 14।
র্যাম এবং স্টোরেজ: 8 জিবি + 256 জিবি, মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে।
রিয়ার ক্যামেরা: 108 মেগাপিক্সেল প্রাইমারি, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, এলইডি ফ্ল্যাশ।
ফ্রন্ট ক্যামেরা: 50 মেগাপিক্সেল।
ব্যাটারি এবং চার্জিং: 5000 এমএএইচ, 33W ফাস্ট চার্জিং, বক্সে অন্তর্ভুক্ত চার্জার।
কানেক্টিভিটি: ডুয়াল সিম, ফোরজি এলটিই, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.1, জিপিএস।
অন্যান্য ফিচার: সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, আইপি54 ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, এইচএমডি আউটফিটস সাপোর্ট।
ভারতে HMD Fusion স্মার্টফোনের 8GB র্যাম + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 17,999 টাকা। তবে অফারে এটি এখন 15,999 টাকায় পাওয়া যাবে।