HMD Global Addiction Free Phone

এই ফোনে আসক্ত হবে না কেউ! অসম্ভবকে সম্ভব করতে চায় নোকিয়ার দেশের সংস্থা

HMD Global Addiction Free Phone - ৭০ শতাংশ অভিভাবক মনে করেন, তাদের ছোটবেলা মোবাইল ফোন ছাড়াই কেটেছে। ফলে পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাতে পেরেছেন তারা। এই সমস্যা থেকে মুক্তি দিতে চলতি বছরের শুরুতে ‘দ্য বেটার ফোন’ প্রোজেক্ট আনে এইচএমডি গ্লোবাল। তা বাস্তবায়ন করতে এবার নরওয়ে’র প্রযুক্তি সংস্থা এক্সপ্লোরা’র সঙ্গে হাত মিলিয়েছে তারা।

Suvrodeep Chakraborty 2 Nov 2024 3:58 PM IST

একবিংশ শতাব্দীতে সবথেকে বড় নেশা বা আসক্তি মোবাইল ফোনকেই বলা চলে। মানুষের নিত্য জীবনে গভীর প্রভাব ফেলেছে এই ডিভাইস। বিশেষ করে বাচ্চাদের মধ্যে ছোট থেকেই মোবাইলের প্রতি আলাদা টান তৈরি হচ্ছে। যা ডেকে আনছে নানা বিপদ। অভিভাবকদের এই চিন্তা থেকে মুক্তি দিতে এবার আসরে নেমেছে এইচএমডি গ্লোবাল এবং এক্সপ্লোরা। দুই সংস্থা মিলে এমন একটি ফোন বানানোর ঘোষণা করেছে যার প্রতি আসক্ত হবে না কেউ।

উল্লেখ্য, এইচএমডি এবং পার্সপেক্টাস গ্লোবাল সম্প্রতি ব্রিটেন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অস্ট্রেলিয়ার প্রায় ১০ হাজার অভিভাবকের উপর সমীক্ষা করে জানতে পেরেছে তারা তাদের বাচ্চার মোবাইলের আসক্তি নিয়ে চিন্তিত। এর মধ্যে ৬০ শতাংশ অভিভাবক ফোনের অত্যধিক ব্যবহারের কথা জানিয়েছেন। ৫০ শতাংশ অভিভাবক ছোট বয়সেই বাচ্চাদের মোবাইল ধরিয়ে দেওয়ার জন্য অনুশোচনা করেছেন।

৭০ শতাংশ অভিভাবক মনে করেন, তাদের ছোটবেলা মোবাইল ফোন ছাড়াই কেটেছে। ফলে পরিবারের সঙ্গে বাড়তি সময় কাটাতে পেরেছেন তারা। এই সমস্যা থেকে মুক্তি দিতে চলতি বছরের শুরুতে ‘দ্য বেটার ফোন’ প্রোজেক্ট আনে এইচএমডি গ্লোবাল। তা বাস্তবায়ন করতে এবার নরওয়ে’র প্রযুক্তি সংস্থা এক্সপ্লোরা’র সঙ্গে হাত মিলিয়েছে তারা।

এই মোবাইলে আসক্ত হবে না কেউ

২০২৫ সালে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ফোনটির প্রথম লুক প্রকাশ করার কথা রয়েছে। জানা গিয়েছে, এতে পেরেন্টাল কন্ট্রোল, স্মার্ট হোম কানেক্টিভিটি, ই-সিম ফিচার পাওয়া যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ এই ফোনে স্ক্রিন টাইম এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারেন অভিভাবকেরা।

এইচএমডির সিইও জিন-ফ্রাঙ্কোইস বারিল এই প্রযুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ফোনটির উদ্দেশ্যে "মানব" মূল্যবোধ বজায় রাখা। এক্সপ্লোরার সিইও স্টেন কির্কবাক যোগ করেছেন, যে এই প্রযুক্তি তাদেরকে যুব প্রযুক্তির বাজারে প্রসারিত করতে সাহায্য করবে। উন্নত প্রযুক্তির সঙ্গে কম বয়সী ব্যবহারকারীদের জন্য নিরাপদ এবং বিভ্রান্তিমুক্ত অভিজ্ঞতা প্রদান করবে এই মোবাইল ফোন।

Show Full Article
Next Story