এমন মিষ্টি রঙের ফোন দেখেছেন? Nokia G22-এর নতুন লুকসে মজবেন আপনিও

সম্প্রতি এইচএমডি গ্লোবাল (HMD Global) নোকিয়া (Nokia) ব্র্যান্ডিং ছেড়ে দেওয়ার বিষয়ে ঘোষণা করেছে। কোম্পানিটি ২০১৬ সাল...
Ananya Sarkar 7 Feb 2024 10:56 AM IST

সম্প্রতি এইচএমডি গ্লোবাল (HMD Global) নোকিয়া (Nokia) ব্র্যান্ডিং ছেড়ে দেওয়ার বিষয়ে ঘোষণা করেছে। কোম্পানিটি ২০১৬ সাল থেকে নোকিয়া ব্র্যান্ডের ডিভাইস তৈরির দায়িত্বে থাকলেও, খুব শীঘ্রই নিজস্ব ব্র্যান্ডের স্মার্টফোন বাজারে আনতে চলেছে। তার আগে এখন Nokia G22 ফোনের একটি নতুন কালার অপশন লঞ্চ করেছে এইচএমডি।

Nokia G22-এর নতুন কালার অপশন লঞ্চ হল

নোকিয়া জি২২ ফোনটি গত বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) ইভেন্টে আত্মপ্রকাশ করেছে। এটি মিটিওর গ্রে, পিঙ্ক এবং লেগুন ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছিল। তবে এখন এইচএমডি গ্লোবাল তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এই হ্যান্ডসেটের একটি নতুন মিষ্টি কালার অপশন উন্মোচন করেছে, যার অফিয়াল নাম সো পীচ। নোকিয়া জি২২ এখন একটি সুদৃশ্য পীচ কালারের রিয়ার প্যানেলের সাথে পাওয়া যাবে।

কালার অপশন ছাড়া, ফোনের বাকি স্পেসিফিকেশনগুলি অপরিবর্তিত রয়েছে। নোকিয়া জি২২-এর সো পীচ কালার ভ্যারিয়েন্টের দাম সম্ভবত অন্যান্য রঙের মতোই হবে। গ্লোবাল মার্কেটে বেস ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩০ ইউরো (১১,৬০০ টাকা)। নতুন কালার অপশনের উপলব্ধতা সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে এখনও স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, Nokia G22-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং রিয়ার প্যানেলে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যা ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের লেন্স দ্বারা গঠিত৷ পারফরম্যান্সের ক্ষেত্রে, Nokia G22 ফোনটি ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ Unisoc T606 প্রসেসর দ্বারা চালিত।

এছাড়াও, এতে রয়েছে ২ জিবি ভার্চুয়াল র‍্যাম এবং ২ টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ডের সাপোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia G22-এ ২০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছিল এবং দুই বছরের ওএস আপডেট পাওয়া যাবে।

Show Full Article
Next Story