HMD Hyper: বাজারে নতুন চমক হাইপার স্মার্টফোন! থাকছে 50MP সেলফি ক্যামেরা

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি ভারতে ক্রেস্ট ও ক্রেস্ট ম্যাক্স স্মার্টফোন দু’টি লঞ্চ করেছে বেশি দিন হয়নি। এর মধ্যেই বার্বি ফোন নামে একটি নতুন মডেলের উপর…

Hmd Hyper Design Render Key Specifications Leak

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি ভারতে ক্রেস্ট ও ক্রেস্ট ম্যাক্স স্মার্টফোন দু’টি লঞ্চ করেছে বেশি দিন হয়নি। এর মধ্যেই বার্বি ফোন নামে একটি নতুন মডেলের উপর কাজ শুরু করেছে সংস্থা। এছাড়াও, অরিজিনাল লুমিয়া থেকে অনুপ্রাণিত হয়ে হাইপার নামে একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট আনতে চলেছে এইচএমডি, যার ডিজাইন ও স্পেসিফিকেশন এখন ফাঁস হয়ে গিয়েছে।

HMD Hyper: ডিজাইন ও স্পেসিফিকেশন

আপকামিং হাইপার ফোনটি অনেকটা এইচএমডি স্কাইলাইনের মতো দেখতে, যা গত মাসেই বাজারে এসেছে। এতে বড় বেজেল সহ ফ্ল্যাট ডিসপ্লে এবং কার্ভ সাইড রয়েছে। ডিসপ্লেটি ওলেড প্যানেল ব্যবহার করে ও ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এতে স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে চলেছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বৃদ্ধি করা যাবে।

ফটোগ্রাফির জন্য ডিভাইসটির পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ মিলবে। যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরা, ও একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। এইচএমডি হাইপারের সামনে ৫০ মেগাপিক্সেল সলফি ক্যামেরা থাকবে বলেও দাবি করা হয়েছে। এটি ৬০ এফপিএসে ফুলএইচডি ভিডিয়ো রেকর্ড করতে পারবে।

রিয়ার ক্যামেরা ৩০ এফপিএসে ৪কে ভিডিয়ো শুট করতে সক্ষম হবে। এছাড়া, এইচএমডি হাইপার ৪,৭০০ এমএএইচ ব্যাটারি ৩৩ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট নিয়ে আসবে। এই মুহূর্তে স্মার্টফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য উপলব্ধ নেই। খুব শীঘ্রই কোম্পানি লঞ্চের দিনক্ষণ ঘোষণা করবে বলে আশা করা যায়।