HMD Icon Flip 1 রেট্রো মডার্ন ডিজাইনে বাজারে ঝড় তুলবে, থাকবে সেলফি ক্যামেরা সহ শক্তিশালী ব্যাটারি
HMD Icon Flip 1 ফোনে ৪জি এলটিই কানেক্টিভিটি ও ইউনিসক টি১২৭ চিপসেট থাকবে।
নোকিয়া ফোন বাজারে আনার জন্য জনপ্রিয় এইচএমডি গ্লোবাল। তবে এখন সংস্থাটি নিজেদের নামে ফিচার ফোন ও স্মার্টফোন আনছে। এমনকি এখন ব্র্যান্ডটি ফ্লিপ ফোন আনার জন্যেও কাজ করছে, এর নাম রাখা হবে HMD Icon Flip 1। আজ টিপস্টার @smashx_60 এক্স প্ল্যাটফর্মে এই ফ্লিপ ফোনের স্পেসিফিকেশন ও ডিজাইন সামনে এনেছেন। জানা গেছে, এটি রেট্রো মডার্ন ডিজাইন সহ লঞ্চ হবে। আসুন ডিভাইসটি সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে দেখে নেওয়া যাক।
HMD Icon Flip 1 ফ্লিপ ফোন কোন কোন কালারে আসবে
টিপস্টার দাবি করেছেন যে, এইচএমডি আইকন ফ্লিপ ১ ম্যাগেনটা ব্লিন (ব্লু ও গ্রিন কালারের মিশ্রণ) এবং গ্লজি ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ফাঁস হওয়া ছবিগুলিতে ডিভাইসটিকে টু-টোন ডিজাইন সহ দেখা গেছে। এর ডান দিকে পাওয়ার বাটন এবং বাম দিকে পোর্ট থাকবে।
এইচএমডি আইকন ফ্লিপ ১ স্পেসিফিকেশন (লিক)
লিকস্টার জানিয়েছেন যে, এইচএমডি আইকন ফ্লিপ ১ ফোনে ৪জি এলটিই কানেক্টিভিটি ও ইউনিসক টি১২৭ চিপসেট থাকবে। ইতিমধ্যেই বাজারে আসা এইচএমডি ১০৫ ৪জি ডিভাইসে এই একই প্রসেসর ছিল। এছাড়া আসন্ন ফোনে ৪৮ এমবি র্যাম ও ১২৮ এমবি স্টোরেজ পাওয়া যাবে। এটি এস৩০ প্লাস অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে অনেক ওয়েব অ্যাপ সাপোর্ট করবে।
এদিকে এইচএমডি আইকন ফ্লিপ ১ ফোনে ২.৮ ইঞ্চি প্রধান ডিসপ্লে ও ১.৭ ইঞ্চি কভার ডিসপ্লে দেওয়া হবে। সামনে পাওয়া যাবে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তবে কোনো রিয়ার ক্যামেরা থাকবে না। ব্যাটারির কথা বললে, ডিভাইসটি ১,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এর অন্যান্য ফিচারের থাকবে ব্লুটুথ ৫.০, অডিও জ্যাক ও ইউএসবি সি পোর্ট।
স্পেসিফিকেশন ও ডিজাইন সামনে আনলেও টিপস্টার এইচএমডি আইকন ফ্লিপ ১ ফোনের লঞ্চের তারিখ জানায়নি। এমনকি সংস্থার তরফেও এই বিষয়ে কিছু বলা হয়নি। দামের কথা বললে, এইচএমডি বার্বি ফ্লিপ ডিভাইসের দাম ছিল ১৩০ ডলার বা প্রায় ১০,৯০০ টাকা। এর কাছাকাছি দামে আসন্ন ফোনটি লঞ্চ হতে পারে।
HMD Icon Flip 1 ফোনে ৪জি এলটিই কানেক্টিভিটি ও ইউনিসক টি১২৭ চিপসেট থাকবে।