আকাশ ছোঁয়ার স্বপ্ন সত্যি করবে HMD Skyline স্মার্টফোন, দুর্দান্ত ফিচার সহ ভারতে লঞ্চ হচ্ছে
নোকিয়া ফোন নির্মাতা HMD ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে আজ সোশ্যাল মিডিয়ায় আসন্ন এই ফোনের টিজার...নোকিয়া ফোন নির্মাতা HMD ভারতে তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে। সংস্থার তরফে আজ সোশ্যাল মিডিয়ায় আসন্ন এই ফোনের টিজার শেয়ার করা হয়েছে। টিজারে সংস্থাটি লিখেছে 'what it means to touch the sky' অর্থাৎ আকাশ ছোঁয়া মানে কী। ফলে বুঝতে বাকি নেই যে আসন্ন এই স্মার্টফোনের নাম HMD Skyline। গত জুলাইয়ে ডিভাইসটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছিল।
এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল 'জেন ২ রিপেয়ারেয়াবিলিটি' সাপোর্ট, যার মাধ্যমে ক্রেতারা ফোনের স্ক্রিন, ব্যাটারি বা চার্জিং সংক্রান্ত সমস্যাগুলো নিজে নিজে সমাধান করতে পারবেন। এছাড়া HMD Skyline হ্যান্ডসেটে ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ দুর্দান্ত ফিচার রয়েছে। আসুন এর স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
HMD Skyline এর ফিচার ও স্পেসিফিকেশন
ডিসপ্লে: এইচএমডি স্কাইলাইন ফোনে দেওয়া হয়েছে ৬.৫৫ ইঞ্চি P-OLED ফুল এইচডি + ডিসপ্লে। এই ডিসপ্লে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর ডিসপ্লে সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস ৩।
স্টোরেজ ও প্রসেসর: স্মার্টফোনটি গ্লোবাল মার্কেটে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে - ৮ জিবি + ১২৮ জিবি এবং ১২ জিবি + ২৫৬ জিবি। এতে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এইচএমডি স্কাইলাইন ডিভাইসের পিছনে এলইডি ফ্ল্যাশসহ ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ওআইএস সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ৫০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এর সামনে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।
ব্যাটারি: HMD Skyline হ্যান্ডসেটে দেওয়া ব্যাটারি ৪৬০০ এমএএইচ, যা ৩৩ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। সাথে এতে ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করবে।
অন্যান্য: এই ফোনে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আবার eSIM সাপোর্ট সহ আসা এই স্মার্টফোনে IP54 রেটিং উপস্থিত
অপারেটিং সিস্টেম: ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলে। এর সাথে দুটি বড় ওএস আপডেট পাওয়া যাবে।
আরও পড়ুন: বড় স্ক্রিন সহ Honor Pad X8a ভারতে লঞ্চ হল, রয়েছে 8300mAh ব্যাটারি ও 8 জিবি র্যাম
HMD Skyline এর দাম ও কালার অপশন
এইচএমডি স্কাইলাইন ফোনটি ব্লু পোখরাজ, টুইস্টেড ব্ল্যাক এবং নিয়ন পিঙ্ক কালারে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে। বিশ্ব বাজারে এর বেস ভ্যারিয়েন্টের দাম ৪৯৯ ডলার (প্রায় ৪১,৯৫০ টাকা)।