HMD XR21: পড়লে ভাঙবেনা, ভয় নেই জলেও! চুপিচুপি বাজারে এল 'লোহা' ফোন, Nokia-কে মনে করাবে?

একসময় শক্তিশালী বিল্ড কোয়ালিটির Nokia ফোন লঞ্চ করে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল HMD Global। পড়ে গেলে ভাঙবেনা, ছুঁড়ে...
Anwesha Nandi 15 May 2024 6:52 PM IST

একসময় শক্তিশালী বিল্ড কোয়ালিটির Nokia ফোন লঞ্চ করে স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিল HMD Global। পড়ে গেলে ভাঙবেনা, ছুঁড়ে মারলে মাথা ফেটে যাবে – এমনই সব বিশেষণ Nokia হ্যান্ডসেটগুলির সাথে জড়িয়েছিল। সেক্ষেত্রে এখন ফিনিশ সংস্থাটি বাজারের চলতি হাওয়ার সাথে তাল মিলিয়ে এমন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, যা এই ঐতিহ্যকে মনে করিয়ে দেবে, তাও আবার Nokia-র ব্র্যান্ডনেম ছাড়াই! আসলে HMD Global সম্প্রতি তার প্রথম রাগড্ (rugged) স্মার্টফোন HMD XR21-এর ওপর থেকে পর্দা সরিয়েছে। আদতে এটি গত বছর লঞ্চ হওয়া Nokia XR21 স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন, যাকে নাম বদলে রি-লঞ্চ করা হয়েছে।

কোম্পানির দাবি অনুযায়ী, এই ফোন জলে ডুবে গেলে বা উঁচু থেকে পড়লেও কোনো ক্ষতি হবেনা, কেননা এটি MIL-STD-810H মিলিট্রি গ্রেড সার্টিফায়েড। এছাড়াও ফোনটিতে রয়েছে IP69K সার্টিফিকেশন, যা জল ও ধুলোবালি থেকে একে রক্ষা করবে। চলুন, জেনে নেওয়া যাক HMD XR21 ফোনটির দাম ও মূল ফিচারের কথা।

নতুন HMD XR21 5G ফোনের দাম, লভ্যতা

লেটেস্ট এইচএমডি এক্সআর২১ স্মার্টফোনটি কেবল মাত্র মিডনাইট ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টে সদ্য ইউরোপে লঞ্চ হয়েছে। এর ৬ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬০০ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৫৪,০০০ টাকা)। এদেশে এই হ্যান্ডসেট পাওয়া যাবে কিনা, সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।

HMD XR21 5G-এর স্পেসিফিকেশন

এইচএমডি এক্সআর২১ স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশনের সাথে ১২০ হার্টজ রিফ্রেশ ৬.৭৯ ইঞ্চি ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন আছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর। এক্ষেত্রে হ্যান্ডসেটটি ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৮০০ এমএএইচ ব্যাটারি অফার করে।

অন্যদিকে ফটোগ্রাফির জন্য HMD XR21-এ মেলে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সফ্টওয়্যারের কথা বললে, এটি ২ বছরের ওএস আপগ্রেড পাবে এমনটাই কোম্পানি জানিয়েছে।

Show Full Article
Next Story