Honor 90 ভারতে আসা মাত্রই লিক Honor 100 Pro-এর স্পেসিফিকেশন, লঞ্চ নভেম্বরে

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ক'দিন আগেই Honor 90 লঞ্চ করে ভারতে শোরগোল ফেলে দিয়েছে অনর। তবে বেস ও প্রো ভ্যারিয়েন্ট...
Ananya Sarkar 18 Sept 2023 6:53 PM IST

২০০ মেগাপিক্সেল ক্যামেরার সঙ্গে ক'দিন আগেই Honor 90 লঞ্চ করে ভারতে শোরগোল ফেলে দিয়েছে অনর। তবে বেস ও প্রো ভ্যারিয়েন্ট নিয়ে চীনে Honor 90 সিরিজ লঞ্চ হয়েছে ক'মাস আগে। এবার সংস্থা ফোনগুলির উত্তরসূরি মডেল নিয়ে কাজ শুরু করেছে বলে শোনা যাচ্ছে। এক সূত্র মারফৎ Honor 100 Pro-এর লঞ্চের টাইমলাইন এবং স্পেসিফিকেশন সামনে এসেছে।

Honor 100 Pro: স্পেসিফিকেশন ও লঞ্চ টাইমলাইন

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট)-এ নতুন অনর ১০০ প্রো-এর লঞ্চের সময়রেখা এবং কিছু বৈশিষ্ট্য প্রকাশ করেছেন। ফোনটিতে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যা ৩,৮৪০ হার্টজ ডিমিং এবং ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করে। এটি আগের মডেলের মতো ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে, অনর ১০০ প্রো-তে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট ব্যবহৃত হবে, যা স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১-চালিত অনর ৯০ প্রো-এর তুলনায় বড় আপগ্রেড।

এছাড়াও, টিপস্টার জানিয়েছে যে হাই-এন্ড অনর ১০০ প্রো-তে ডুয়েল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। আগামী নভেম্বরের প্রথম দিকে লঞ্চ হতে পারে৷ এর থেকে বেশি কিছু অনর ১০০ প্রো সম্পর্কে এখনও জানা যায়নি। যদিও এই হ্যান্ডসেটটি কি কি অফার করতে পারে, তার ইঙ্গিত বর্তমান প্রজন্মের অনর ৯০ প্রো-এর স্পেসিফিকেশনগুলি থেকে পাওয়া যেতে পারে।

Honor 90 Pro মডেলটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি দ্বারা চালিত, তাই পরবর্তী প্রজন্মের Honor 100 Pro সম্ভবত একই ধরনের ব্যাটারি ক্ষমতা অফার করবে। এটি ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ রয়েছে, যা এর উত্তরসূরিতেও দেখা যেতে পারে। তবে মনে রাখবেন যে, এই মুহূর্তে এগুলি সব শুধুই জল্পনা, তাই এর সত্যতা কতটা তা সময়ই বলতে পারবে।

Show Full Article
Next Story