108MP ক্যামেরা নিয়ে ধামাল করতে আসছে Honor 200 Lite, লঞ্চ এই সপ্তাহে, দেখে নিন তারিখ

Honor 200 Lite লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সম্প্রতি এই মিড-রেঞ্জ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং ও টেলিকমিউনিকেশন...
Ananya Sarkar 22 April 2024 1:14 PM IST

Honor 200 Lite লঞ্চ হতে আর বেশি দেরি নেই। সম্প্রতি এই মিড-রেঞ্জ ফোনটি থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং ও টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত দিয়েছে যে এটি শীঘ্রই বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে পারে। আর এখন শোনা যাচ্ছে, Honor 200 Lite আগামী 25 এপ্রিল ফ্রান্সে প্রথমে লঞ্চ হবে। এমনকি, সে দেশে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটির ডিজাইন এবং কালার অপশন প্রকাশ্যে এসেছে।

Honor 200 Lite-এর ডিজাইন এবং রঙের বিকল্প

অনরের পেশ করা রেন্ডারে অনর 200 লাইট পিল আকৃতির কাটআউট সহ একটি ফ্ল্যাট ডিসপ্লের সাথে দেখা গেছে, যা নির্দেশ করে যে এটি ডুয়েল সেলফি ক্যামেরা সিস্টেম অফার করতে পারে। ডিভাইসটির রিয়ার প্যানেলে 108 মেগাপিক্সেলের ডুয়েল-ক্যামেরা ইউনিট এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে বলে মনে হচ্ছে।

অনর 200 লাইট সম্ভবত ফ্ল্যাট এজ সহ পলিকার্বোনেট নির্মিত চ্যাসিস সহ আসবে। বাঁদিকে সিম কার্ড স্লট এবং ডানদিকে ভলিউম রকার ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইন্টিগ্রেট করা পাওয়ার বাটন দেখা যাবে৷ এছাড়াও জানা গেছে যে, অনর 200 লাইট তিনটি কালারে পাওয়া যাবে - মিডনাইট ব্ল্যাক, সায়ান লেক এবং টেক্সচার্ড স্টারি ব্লু। এটি 6.78 মিলিমিটার স্লিম হবে এবং ওজন 166 গ্রাম।

সাম্প্রতিক রিপোর্টগুলি দাবি করেছে যে, Honor 200 Lite ফোনটির সাথে চীনা বাজারে উপলব্ধ Honor X50i+এর মিল থাকবে। জানিয়ে রাখি, X50i+-এ রয়েছে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, MediaTek Dimensity 6080 চিপসেট, 12 জিবি র‍্যাম, 256 জিবি / 512 জিবি স্টোরেজ, 4,500 এমএএইচ ব্যাটারি, অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ম্যাজিক ওএস 7.2 কাস্টম স্কিন, 108 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম এবং সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উল্লেখযোগ্যভাবে, X50i+ এর ডিসপ্লেতেও পিল-আকৃতির ক্যামেরা কাটআউট রয়েছে, তবে এতে একটিমাত্র 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান।

Show Full Article
Next Story