Honnor 200 Lite: বাজার কাঁপাতে নয়া ফোন আনছে অনর, লঞ্চের আগেই নাম প্রকাশ্যে এল

জনপ্রিয় ব্র্যান্ড অনর (Honor) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফো ওপর কাজ করছে বলে জানা গেছে। আর...
Ananya Sarkar 24 March 2024 4:13 PM IST

জনপ্রিয় ব্র্যান্ড অনর (Honor) বর্তমানে তাদের পরবর্তী প্রজন্মের নম্বর সিরিজের স্মার্টফো ওপর কাজ করছে বলে জানা গেছে। আর এখন এই লাইনআপে অন্তর্ভুক্ত Honor 200 Lite নামের হ্যান্ডসেটটি সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TRDA) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে হাজির হয়েছে, যা ফোনটির আসন্ন গ্লোবাল লঞ্চের দিকে ইঙ্গিত করছে। আর কি কি তথ্য উঠে এল Honor 200 Lite সম্পর্কে, আসুন দেখে নেওয়া যাক।

Honor 200 Lite পেল TRDA UAE Certification-এর অনুমোদন

LLY-NX1 মডেল নম্বর সহ অনর 200 লাইট সংযুক্ত আরব আমিরশাহীর টেলিকমিউনিকেশনস অ্যান্ড ডিজিটাল রেগুলেটরি অথরিটি-এর ডেটাবেসে উপস্থিত হয়েছে। যখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। প্রথমত, এটি নিশ্চিত করে যে অনরের আসন্ন সিরিজটিকে "অনর 200 সিরিজ" বলা হবে এবং দ্বিতীয়ত, সেখানে একটি "লাইট" মডেল থাকতে পারে।

জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে চীনে লঞ্চ হওয়া অনর 100 সিরিজটি শুধুমাত্র স্ট্যান্ডার্ড এবং প্রো মডেল নিয়ে গঠিত ছিল। তাই, এর উত্তরসূরি লাইনআপে অনর 200 লাইট একটি নতুন সংযোজন হতে চলেছে। এছাড়া, টিডিআরএ সার্টিফিকেশন অনর 200 লাইট সম্পর্কে আর কিছু জানায়নি।

Honor 100 সিরিজের স্পেসিফিকেশন

স্ট্যান্ডার্ড অনর 100 এবং 100 Pro উভয় মডেলই কোয়াড-কার্ভড ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরার ডিজাইন কিছুটা ভিন্ন। Honor 100-এ সিঙ্গেল পাঞ্চ-হোল ক্যামেরা রয়েছে, যেখানে প্রো-তে পিল-আকৃতির ডুয়েল-লেন্স সেটআপ অবস্থান করছে। অনর 100 সিরিজে 1.5কে রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ এবং উচ্চ উজ্জ্বলতা সহ 6.7 ইঞ্চির (অনর 100) বা 6.78 ইঞ্চির (অনর 100 প্রো) ওলেড (OLED) প্যানেল রয়েছে৷ আর নিরাপত্তার জন্য, দুই ফোনেই একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অন্তর্ভুক্ত রয়েছে।

পারফরম্যান্সের জন্য, Honor 100-এ Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেখানে Honor 100 Pro হাই-এন্ড Snapdragon 8 Gen 2 দ্বারা চালিত। উভয় ফোনেই অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS)-সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স রয়েছে৷ তবে প্রো মডেলে অপটিক্যাল জুমের জন্য একটি অতিরিক্ত 32 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, স্ট্যান্ডার্ড Honor 100 এবং Honor 100 Pro উভয় মডেলেই 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে, তবে শুধুমাত্র Pro মডেলটি 66 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এছাড়াও, এই সিরিজে ওয়াই-ফাই 6ই এবং ব্লুটুথ 5.3 ভার্সনের সাপোর্ট রয়েছে।

Show Full Article
Next Story