50MP সেলফি ক্যামেরা ও AI ফিচারের সাথে আসা এই ফোনের সাথে 16 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট
Honor 200 Pro 5G ভারতীয় বাজারে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই মূল্য 12GB র্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে বিশেষ ছাড়ের কারণে ডিভাইসটি অ্যামাজনে এখন 44,999 টাকায় তালিকাভুক্ত আছে।
আপনি যদি দুর্দান্ত ক্যামেরার একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান তবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজনে আপনার জন্য সেরা ডিল উপলব্ধ রয়েছে। আর এই ডিল পাওয়া যাচ্ছে Honor 200 Pro 5G ফোনের সাথে। এই ডিভাইসের 12GB র্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টে 16,000 টাকা ছাড় মিলবে। অফারের কারণে, এই ডিভাইসটি অনেক কম দামে কেনা যাবে।
জানিয়ে রাখি, ব্র্যান্ডটি Honor 200 Pro 5G ডিভাইসের বিল্ড-কোয়ালিটি, ক্যামেরা এবং ডিসপ্লের দিকে ফোকাস করেছে। এতে কার্ভড অ্যামোলেড ডিসপ্লে ও 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া। আবার ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এস জেন 3 প্রসেসরের সাথে এসেছে। এটি এআই-চালিত ম্যাজিকওএস সফ্টওয়্যার স্কিনে চলে।
এই অফারের সাথে Honor 200 Pro 5G ফোন কিনুন
অনার 200 প্রো 5G ভারতীয় বাজারে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই মূল্য 12GB র্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে বিশেষ ছাড়ের কারণে ডিভাইসটি অ্যামাজনে এখন 44,999 টাকায় তালিকাভুক্ত আছে। আবার নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 1000 টাকা ছাড় পাওয়া যাবে।
শুধু তাই নয়, পুরনো ফোন এক্সচেঞ্জ করে আপনি সর্বোচ্চ 27,350 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট পেতে পারেন। তবে এক্সচেঞ্জ ভ্যালু নির্ভর করে পুরনো ফোনের মডেল এবং এর অবস্থার ওপর।
অনার 200 প্রো 5G এর স্পেসিফিকেশন
এই ডিভাইসে 6.78-ইঞ্চি FHD+ ডিসপ্লে আছে, যা 120Hz রিফ্রেশ রেট সহ 4000 নিটস পিক ব্রাইটনেস অফার করে। এতে রয়েছে শক্তিশালী স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান, যার মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও থ্রিডি ডেপথ ক্যামেরা পাওয়া যাবে। এতে 100W ফাস্ট চার্জিং সহ 5200mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
Honor 200 Pro 5G ভারতীয় বাজারে 59,999 টাকায় লঞ্চ হয়েছিল। এই মূল্য 12GB র্যাম এবং 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের। তবে বিশেষ ছাড়ের কারণে ডিভাইসটি অ্যামাজনে এখন 44,999 টাকায় তালিকাভুক্ত আছে।