চলে এল Honor 200 সিরিজের তিনটি ফোন, কার্ভড ডিসপ্লের সাথে 100W চার্জিং, সস্তা মডেলে 108 মেগাপিক্সেল ক্যামেরা
Honor 200 সিরিজটি আজ (১২ জুন) অবশেষে বিশ্ব বাজারে লঞ্চ হল। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Honor 200 সংস্করণের পাশাপাশি Honor...Honor 200 সিরিজটি আজ (১২ জুন) অবশেষে বিশ্ব বাজারে লঞ্চ হল। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Honor 200 সংস্করণের পাশাপাশি Honor 200 Pro এবং Honor 200 Lite ভ্যারিয়েন্ট অন্তর্ভুক্ত রয়েছে। প্রথম মডেল দুটি গত বছরের Honor 100 এবং Honor 100 Pro মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। Honor 200 এবং Honor 200 Pro গত মাসে চীনে আত্মপ্রকাশ করেছে এবং এর গ্লোবাল ভ্যারিয়েন্টগুলিও একই স্পেসিফিকেশন অফার করে। আসুন Honor 200 সিরিজের তিনটি মডেলেরই দাম, স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
Honor 200 সিরিজের স্পিসিফিকেশন এবং ফিচার
অনর ২০০ এবং অনর ২০০ প্রো মডেলে কার্ভড এজ সহ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪,০০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। স্ট্যান্ডার্ড সংস্করণটির রেজোলিউশন ২,৬৬৪ x ১,২০০ পিক্সেল এবং প্রো মডেলটির রেজোলিউশন ২,৭০০ x ১,২২৪ পিক্সেল। দুই ফোনেই এআই সার্কাডিয়ান নাইট ডিসপ্লে, লো ব্লু লাইট এবং টিইউভি ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশনের মতো ডিসপ্লে ফিচার রয়েছে। দুটি হ্যান্ডসেটই পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড এবং রিয়ার প্যানেলে টেক্সচার্ড প্যাটার্ন সহ একই ডিজাইন রয়েছে।
ফটোগ্রাফির জন্য, একই সেটআপ সহ অনর ২০০ এবং অনর ২০০ প্রো স্পোর্ট ট্রিপল রিয়ার ক্যামেরা। তবে দুটি ডিভাইসের সেন্সরে সামান্য পার্থক্য রয়েছে। স্ট্যান্ডার্ড মডেলটিতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের ১/১.৫৬ ইঞ্চির প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের ওআইএস+ইআইএস টেলিফটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ইউনিট উপস্থিত রয়েছে। অন্যদিকে, প্রো ভ্যারিয়েন্টে একটি ৫০ মেগাপিক্সেলের ১/১.৩ ইঞ্চির এইচ৯০০ প্রধান সেন্সর এবং ওআইএস এবং ইআইএস সাপোর্ট সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে৷ আর স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। দুটি স্মার্টফোনই এআই (AI)-নির্ভর ক্যামেরা ফিচার সহ এসেছে।
পারফরম্যান্সের জন্য, Honor 200 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসরে চলে, যা ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজের সাথে যুক্ত। অন্যদিকে, Honor 200 Pro হ্যান্ডসেটে Snapdragon 8s Gen 3 প্রসেসরটি রয়েছে। ফোনটি শুধুমাত্র ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনে উপলব্ধ। দুটি ফোনই ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট সহ ৫,২০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি অফার করে। প্রো ভ্যারিয়েন্টটি ৬৬ ওয়াট ওয়্যারলেস এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। Honor 200 এবং 200 Pro মডেলগুলি ম্যাজিক পোর্টাল, ম্যাজিক ক্যাপসুল, ম্যাজিক লক স্ক্রিনের মতো এআই (AI) ফিচার সহ অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০ (MagicOS 8.0) কাস্টম স্কিনে চলে।
অন্যদিকে, Honor 200 Lite ফোনটি স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলের একটি সাশ্রয়ী সংস্করণ। এটিতে ২,০০০ নিট পিক ব্রাইটনেস সহ ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। এর ক্যামেরা সেটআপে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সহ ১০৮ মেগাপিক্সেলের প্রধান সেন্সর বিদ্যমান। ডিভাইসটিতে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মিলবে।
Honor 200 সিরিজের মূল্য এবং লভ্যতা
Honor 200 সিরিজটি ওশান সায়ান (Pro), এমারেল্ড গ্রীন (স্ট্যান্ডার্ড), মুনলাইট হোয়াইট এবং ব্ল্যাক কালারে পাওয়া যাবে। Honor 200 Pro ফোনের প্রারম্ভিক মূল্য ৭৯৯ ইউরো (প্রায় ৭২,৩০০ টাকা) / ৬৯৯.৯৯ পাউন্ড (প্রায় ৭৫,১০০ টাকা) এবং লঞ্চ অফার হিসাবে ক্রেতারা বিনামূল্যে হারমান কার্ডন অনিক্স স্টুডিও ৮ (Harman Kardon Onyx Studio 8) স্পিকারও পাবেন। এদিকে, Honor 200 মডেলের দাম শুরু হচ্ছে ৫৯৯ ইউরো (প্রায় ৫৪,২০০ টাকা) / ৪৯৯.৯৯ পাউন্ড (প্রায় ৫৩,৬০০ টাকা) থেকে। এই ফোনটির সাথে বিনামূল্যে জেবিএল চার্জ ৫ ওয়াই-ফাই মিলবে। আগামী ২৬ জুন থেকে ফোনগুলির সেল শুরু হবে। পরিশেষে, Honor 200 Lite ফোনের দাম রাখা হয়েছে ৩২৯ ইউরো (প্রায় ২৯,৮০০ টাকা)/ ২৭৯.৯৯ পাউন্ড (প্রায় ৩০,০০০ টাকা)। Honor 200 ভারতীয় বাজারে কবে প্রবেশ করবে, তা এখনও নিশ্চিত করা হয়নি।