স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য
Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির নাম Honor 200 Smart। জার্মানির...Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির নাম Honor 200 Smart। জার্মানির এক রিটেলার ওয়েবসাইট থেকে এই ফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন ফাঁস হয়ে গিয়েছে। জানিয়ে রাখি, IMDA ডেটাবেস ও GCF সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও হাজির হয়েছে ডিভাইসটি। এই সমস্ত ঘটনা ইঙ্গিত করছে, Honor 200 Smart লঞ্চ হতে বেশি দেরি নেই।
রিটেলার সাইটের লিস্টিং অনুযায়ী, Honor 200 Smart ফোনে 6.8 ইঞ্চি ফুলএইচডি+ এলসিডি ডিসপ্লে থাকবে, যা 120hz রিফ্রেশ রেট অফার করবে। এতে Snapdragon 4 Gen 2 চিপসেট ব্যবহার করা হবে। এটি 4 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। ফিচার্সের মধ্যে মিলবে IP64 জল প্রতিরোধী রেটিং, সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এনএফসি, ডুয়াল স্পিকার, প্রভৃতি।
অনর 200 স্মার্টের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও 2 মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা সেন্সর পাওয়া যাবে। সেলফি ও ভিডিয়ো কলের জন্য ফোনের সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ডিভাইসটির 5,200mah ব্যাটারি 35W ফাস্ট চার্জিং অফার করবে। ফোনটি চলবে Android 14 বেসড MagicOS 8.0 কাস্টম স্কিনে।
Honor 200 Smart-এর দাম জার্মানিতে 199 ডলার হবে বলে জানা গিয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 18,600 টাকা। এছাড়া, এটি মিডনাইট ব্ল্যাক ও ফরেস্ট গ্রিন কালার অপশনে উপলব্ধ হবে বলে খবর সামনে এসেছে। অনর ফোনটি ভারতেও লঞ্চ করতে পারে, তবে কবে সেটা এখনও অজানা।