Honor 300 ও Honor 300 Pro অসাধারণ সেলফি ক্যামেরা ও শক্তিশালী 5300mAh ব্যাটারি সহ লঞ্চ হল

অবশেষে লঞ্চ হল Honor 300 সিরিজ। এই সিরিজে রয়েছে তিনটি মডেল - স্ট্যান্ডার্ড, প্রো এবং আল্ট্রা। ফোনগুলি একাধিক আকর্ষণীয় এআই চালিত ফিচার, বড় ব্যাটারি এবং উল্লেখযোগ্য ক্যামেরা সিস্টেমের সাথে এসেছে।

Ananya Sarkar 3 Dec 2024 12:15 PM IST

প্রত্যাশামতোই অনার অবশেষে পর্দা সরালো তাদের লেটেস্ট Honor 300 সিরিজের স্মার্টফোনগুলির ওপর থেকে। এই লাইনআপের অধীনে তিনটি ফোন রয়েছে - স্ট্যান্ডার্ড Honor 300, Honor 300 Pro এবং Honor 300 Ultra। তিনটি ডিভাইসই একাধিক আকর্ষণীয় স্পেসিফিকেশনের সাথে এসেছে। আমরা আগেই আল্ট্রা মডেলের দাম সহ সমস্ত বৈশিষ্ট্য জানিয়েছে। আসুন স্ট্যান্ডার্ড এবং প্রো মডেলটির সকল স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor 300 এবং Honor 300 Pro ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

স্ট্যান্ডার্ড অনার ৩০০ মডেলে মসৃণ, আল্ট্রা-স্লিম ফ্ল্যাট স্ক্রিন ডিজাইন রয়েছে, যেখানে প্রো মডেলটির সামনে "হাইপারবোলিক" কার্ভড ডিসপ্লে দেখা যাবে। দুই মডেলই ওলেড (OLED) প্যানেল সহ এসেছে। অনার ৩০০ ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ২,৬৬৪×১,২০০ স্ট্রেইট স্ক্রিন রয়েছে, আর প্রো সংস্করণটি ৬.৭৮ ইঞ্চির ২,৭০০×১,২২৪ কোয়াড-কার্ভড ডিসপ্লে সহ এসেছে। উভয়ই ৩,৮৪০ পিডাব্লিউএম ডিমিং, ৪,০০০ নিট পিক ব্রাইটনেস, ১.০৭ বিলিয়ন কালার ডিসপ্লে এবং বিভিন্ন আই প্রোটেকশন প্রযুক্তির মতো আকর্ষণীয় ফিচারগুলি অফার করে।

পারফরম্যান্সের জন্য, অনার ৩০০ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসরে চলে। আর প্রো মডেলে আরও শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ব্যবহার করা হয়েছে। ফোনগুলি ৫,৩০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ১০০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। উল্লেখযোগ্যভাবে, প্রো মডেলটি ৮০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ওয়াই-ফাই ৭ সাপোর্ট সহ এসেছে। এর কাস্টম স্কিন, ম্যাজিকওএস ৯.০ প্রথমে ছবি তোলা এবং পরে ফোকাস করা, আর্টিস্টিক এফেক্টের জন্য ব্যাকগ্রাউন্ড ব্লার করার মতো এআই ফিচারগুলি অফার করবে। এটি ইউজারের ভ্রমণের সম্পূর্ণ সামারি ক্যাপচার করতে হাই-ডেফিনিশন ডায়নামিক ফটো (লাইভ ফটো) সাপোর্ট করে।

কোম্পানি অনার ৩০০ সিরিজের ক্যামেরাগুলিতে বিশেষ জোর দিয়েছে। লাইনআপের দুটি ফোনেই সেলফি এবং গ্রুপ শটের জন্য একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা বিদ্যমান। অনার ৩০০ ফোনের রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা (সনি আইএমএক্স৯০৬) এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম অবস্থান করছে৷

অন্যদিকে, অনার ৩০০ প্রো মডেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যা একই ৫০ মেগাপিক্সেলের প্রধান সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল ম্যাক্রো লেন্স এবং দূরের অবজেক্ট ক্যাপচার করার জন্য একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স দ্বারা গঠিত৷ অনার দাবি করেছে যে, উভয় ফোনই "এসএলআর-লেভেল এলিগ্যান্ট পোর্ট্রেট" ক্যাপচার করতে পারে।

Honor 30 এবং Honor 300 Pro ফোনের মূল্য এবং লভ্যতা

অনার ৩০০-

৮ জিবি র‍্যাম/২৫৬ জিবি স্টোরেজ: ২,২৯৯ ইউয়ান (প্রায় ২৬,৭২০ টাকা)

১২ জিবি র‍্যাম/২৫৬ জিবি স্টোরেজ: ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,০৫০ টাকা)

১২ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ: ২,৭৯৯ ইউয়ান (প্রায় ৩২,৫৩০ টাকা)

১৬ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ: ২,৯৯৯ ইউয়ান (প্রায় ৩৪,৮৬০ টাকা)

অনার ৩০০ প্রো-

১২ জিবি র‍্যাম/২৫৬ জিবি স্টোরেজ: ৩,৩৯৯ ইউয়ান (প্রায় ৩৯,৫১০ টাকা)

১২ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ: ৩,৬৯৯ ইউয়ান (প্রায় ৪২,৯৯০ টাকা)

১৬ জিবি র‍্যাম/৫১২ জিবি স্টোরেজ: ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৬,৫০০ টাকা)

ফোনগুলির প্রি-অর্ডার ইতিমধ্যেই চীনে চালু হয়ে গিয়েছে। তবে অনার ৩০০ সিরিজ কবে গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করবে, সেবিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। স্ট্যান্ডার্ড মডেলটি ইঙ্ক রক ব্ল্যাক, জেড ড্রাগন স্নো, চাকা গ্রিন, ক্যাংশান গ্রে এবং লুয়ান পার্পেল - এর মতো কালার অপশনে কেনা যাবে, আর প্রো সংস্করণটি ইঙ্ক রক ব্ল্যাক, স্টারলাইট স্যান্ড এবং চাকা গ্রিন কালারে মিলবে।

Show Full Article
Next Story