Honor 300 Series Spotted on 3C Certification

একটি বা দুটি নয়, অনার ৩০০ সিরিজের অধীনে আসছে চারটি ফোন, চোখের পলকে হবে ফুল চার্জ

Honor 300 Series Spotted on 3C Certification - আজ অনার ৩০০ সিরিজের চারটি মডেলকে থ্রিসি-তে খুঁজে পেয়েছে। এই চারটি ডিভাইসের মডেল নম্বর - AMP-AN00, AMP-AN10, AMM-AN00, and AMG-AN00।

Julai Mondal 6 Nov 2024 8:50 PM IST

শীঘ্রই চীনে লঞ্চ হতে চলেছে অনার ৩০০ সিরিজ। এটি ইতিমধ্যেই ভারতে লঞ্চ হওয়া অনার ২০০ সিরিজের উত্তরসূরি হিসেবে আসবে। আজ নতুন এই সিরিজের চারটি মডেল 3C সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে। এখান থেকে অনার ৩০০ সিরিজের চার্জিং স্পিড সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য, অনার ২০০ সিরিজের অধীনেও চারটি ফোন লঞ্চ হয়েছিল - অনার ২০০, অনার ২০০ প্রো, অনার ২০০ লাইট, অনার ২০০ স্মার্ট।

Honor 300 সিরিজ পেল 3C থেকে অনুমোদন

৯১মোবাইলস আজ অনার ৩০০ সিরিজের চারটি মডেলকে থ্রিসি-তে খুঁজে পেয়েছে। এই চারটি ডিভাইসের মডেল নম্বর - AMP-AN00, AMP-AN10, AMM-AN00, and AMG-AN00। সার্টিফিকেশন সাইট থেকে জানা গেছে, এই চারটি মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। যদিও এখান থেকে এদের নাম জানা যায়নি। এমনকি কোনো স্পেসিফিকেশন বা ডিজাইনও সামনে আসেনি।

তবে আমরা আশা করতে পারি যে, অনার ২০০ সিরিজের মতো এই সিরিজের চারটি ফোনের নাম হবে যথাক্রমে অনার ৩০০, অনার ৩০০ প্রো, অনার ৩০০ লাইট ও অনার ৩০০ স্মার্ট। উল্লেখ্য, এর মধ্যে বেস মডেলটির গত আগস্ট মাসে রেন্ডার ফাঁস হয়েছিল। জানা গিয়েছিল যে এর পিছনে ইউনিক ডিজাইন দেখা যাবে। আর অনার ৩০০ এর সামনে কার্ভড এজ ডিসপ্লে থাকবে। ফটোগ্রাফির জন্য এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে।

অনার ৩০০ এর প্রিমিয়াম রিয়ার ক্যামেরার রেজোলিউশন ৫০ মেগাপিক্সেল। আর এই ক্যামেরা ৫০এক্স জুম সাপোর্ট করবে। এছাড়া এতে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৫,৩০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে। এই ব্যাটারি ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং ও ৫০ মেগাপিক্সেল ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটির সামনে অনার ওয়েসিস আই প্রোটেকশন স্ক্রিন থাকবে। আর এটি আইপি৬৮ ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে।

Show Full Article
Next Story