স্যাটেলাইট কানেক্টিভিটি সহ আসছে Honor 300 সিরিজ, পেল MIIT থেকে ছাড়পত্র

এএমপি-এএন০০, এএমপি-এএন১০, এএমজি-এএন০০ এবং এএমএম-এএন১০ মডেল নম্বরগুলি সহ Honor 300 সিরিজের ভ্যারিয়েন্টগুলি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডেটাবেসে হাজির হয়েছে।

Ankita Mondal 16 Nov 2024 1:04 PM IST

এমাসের শেষের দিকে, অনার চীনে Honor 300 সিরিজের স্মার্টফোন উন্মোচনের পরিকল্পনা করছে বলে জানা গেছে। চায়না কম্পালসারি সার্টিফিকেশন (3C) কর্তৃপক্ষ সম্প্রতি অনার ৩০০ লাইনআপের বিভিন্ন মডেলকে অনুমোদিত করেছে। এখন চীনের এমআইআইটি (MIIT) অথরিটির ডেটাবেসে সিরিজের সমস্ত মডেলকেই যুক্ত করা হয়েছে। ডিভাইসগুলির মধ্যে একটিতে স্যাটেলাইট কমিউনিকেশন সাপোর্ট থাকবে বলে জানা গেছে। একই সাথে এক নির্ভরযোগ্য টিপস্টার অনার ৩০০ সম্পর্কে কিছু বিবরণ প্রকাশ করেছেন। চলুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Honor 300 সিরিজ পেল এমআইআইটি সার্টিফিকেশন

এএমপি-এএন০০, এএমপি-এএন১০, এএমজি-এএন০০ এবং এএমএম-এএন১০ মডেল নম্বরগুলি সহ অনার ৩০০ সিরিজের ভ্যারিয়েন্টগুলি চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের ডেটাবেসে হাজির হয়েছে। এর মধ্যে, এএমএম-এএন১০ মডেলে বেইডুও স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজিং সাপোর্ট করবে। এটি একটি গুরুত্বপূর্ণ ফাংশন, যা নেটওয়ার্ক কভারেজ নেই এমন স্থানে কল ও এসএমএস করতে দেয়। এই বৈশিষ্ট্যটি প্রতিকূল পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষাকারী হতে পারে। এই ফিচারের অন্তর্ভুক্তি নির্দেশ দেয় যে, এটি সিরিজের টপ-এন্ড মডেল, অর্থাৎ অনার ৩০০ প্রো প্লাস হতে পারে। এমআইআইটি সার্টিফিকেশন আরও প্রকাশ করে যে, অনার ৩০০ প্রো প্লাস দুটি কনফিগারেশনে পাওয়া যাবে - ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ।

এদিকে, টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের একটি নতুন ওয়েইবো পোস্ট থেকে জানা গেছে যে আসন্ন অনার ৩০০ সিরিজের ডিভাইসে অত্যাধুনিক আল্ট্রাসনিক আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। তবে টিপস্টার লেটেস্ট পোস্টে অনার ৩০০ সিরিজ সম্পর্কে আর কোনও অতিরিক্ত বিবরণ প্রকাশ করেননি।

অনার ৩০০ সিরিজের স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্টগুলি প্রকাশ করেছে যে, অনার ৩০০ ফোনে ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল থাকবে, যেখানে উচ্চতর অনার ৩০০ প্রো এবং অনার ৩০০ প্রো প্লাস মাইক্রো-কোয়াড-কার্ভ ডিজাইন সহ ওলেড প্যানেল অফার করতে পারে। তিনটি ফোনই ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। যদিও এগুলির ব্যাটারির ক্ষমতা সম্পর্কে কোন তথ্য উপলব্ধ নেই, তবে তিনটি মডেলই ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। প্রো ভ্যারিয়েন্টগুলি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসতে পারে।

পারফরম্যান্সের জন্য, অনার ৩০০ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপ থাকতে পারে। আর প্রো মডেলগুলি আরও শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট দ্বারা চালিত হতে পারে। স্ট্যান্ডার্ড মডেলে সম্ভবত একটি ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে, যেখানে প্রো সংস্করণগুলি ৫০ মেগাপিক্সেলের ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। তবে, অনার ৩০০-এর রিয়ার ক্যামেরা সেটআপ সম্পর্কে কোন তথ্য নেই। দুটি প্রো মডেলেই ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকতে পারে। অনার ৩০০ প্রো প্লাসে একটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেখা যেতে পারে, যেখানে প্রো মডেলের ক্যামেরা সেটআপে একটি টেলিফটো ক্যামেরা অবস্থান করবে।

Show Full Article
Next Story