Honor 80 GT: ৫৪ মেগাপিক্সেল ক্যামেরার সুপারহিট ফোন লঞ্চ করল অনর, রয়েছে স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর

আজ Honor 80 সিরিজের অধীনে একটি নতুন গেমিং-ভিত্তিক স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছে অনর। Qualcomm Snapdragon 8+ Gen...
Ananya Sarkar 26 Dec 2022 11:22 PM IST

আজ Honor 80 সিরিজের অধীনে একটি নতুন গেমিং-ভিত্তিক স্মার্টফোন চীনের বাজারে লঞ্চ করেছে অনর। Qualcomm Snapdragon 8+ Gen 1-চালিত এই ডিভাইসটি Honor 80 GT নামে দেশীয় বাজারে পা রেখেছে। ফোনটি ডিজাইনের দিক থেকে Honor 80 সিরিজের বাকি মডেলগুলির থেকে ভিন্ন এবং এটি ১২০ রিফ্রেশ রেট সহ ওলেড (OLED) ডিসপ্লে অফার করে। এছাড়াও, এতে ৫৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ৪,৮০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। আসুন সদ্য লঞ্চ হওয়া Honor 80 GT-এর দাম এবং স্পেসিফিকেশন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

অনর ৮০ জিটি-এর মূল্য এবং উপলব্ধতা - Honor 80 GT Price and Availability

অনর ৮০ জিটি আপাতত চীনে লঞ্চ হয়েছে। তবে ফোনটিকে শীঘ্রই আন্তর্জাতিক বাজারে আনতে পারে ব্র্যান্ডটি। ফোনটির প্রি-অর্ডার আজ রাতে শুরু হবে এবং সেল শুরু হবে ১ জানুয়ারি থেকে।

চীনের বাজারে ৮০ জিটি-এর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৩,২৯৯ ইউয়ান (প্রায় ৩৯,১১৮ টাকা) এবং এর ১৬ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৩,৫৯৯ ইউয়ান (প্রায় ৪২,৬৯৫ টাকা)। হ্যান্ডসেটটি ইন্টারস্টেলার ব্ল্যাক, স্ট্রীমার মিরর এবং লাইট রেইন মিটিওর- এই তিনটি কালার অপশনে বাজারে এসেছে।

অনর ৮০ জিটি-এর স্পেসিফিকেশন এবং ফিচার - Honor 80 GT Specifications and Features

অনর ৮০ জিটি প্রিমিয়াম ও সুদর্শন ডিজাইনের সাথে আত্মপ্রকাশ করেছে। এটিতে একটি বড় আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে সেন্সরগুলি উল্লম্বভাবে সজ্জিত। মডিউলটি দুটি ভাগে বিভক্ত, ওপরের অংশে দুটি ক্যামেরা এবং নীচের অংশে আরেকটি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ রয়েছে৷ অনর ৮০ জিটি-এর সামনে ৬.৬৭ ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) প্যানেল রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৪০০ নিট পিক ব্রাইটনেস এবং ২,১৬০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে যুক্ত। মসৃণ গেমিং অভিজ্ঞতার জন্য, এটি একটি স্বাধীন ডিসপ্লে চিপ দিয়ে সজ্জিত যা গেম ফ্রেম রেট ১০০% পর্যন্ত বাড়াতে পারে এবং ২৫% শক্তি খরচ কমাতে পারে। অনর ৮০ জিটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.০ (MagicOS 7.0) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor 80 GT-এর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপে ৫৪ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮০০ প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। স্মার্টফোনটি আইআর ব্লাস্টার, এনএফসি এবং লিনিয়ার মোটর সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 80 GT-তে ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সবশেষে, ফোনটির পুরুত্ব ৭.৯ মিলিমিটার এবং ওজন ১৮৭ গ্রাম।

Show Full Article
Next Story