Honor 80 GT: মোবাইলে গেম খেলতে পছন্দ করেন, আপনার জন্য হ্যাং-ফ্রি ফোন আনছে এই সংস্থা

অনর গত সপ্তাহে চীনের মার্কেটে তাদের নতুন Honor 80 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Honor 80 SE,...
Ananya Sarkar 28 Nov 2022 4:57 PM IST

অনর গত সপ্তাহে চীনের মার্কেটে তাদের নতুন Honor 80 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এই লাইনআপের অধীনে Honor 80 SE, Honor 80 এবং Honor 80 Pro বাজারে পা রেখেছে। এখন নতুন রিপোর্ট মারফৎ জানা গেছে যে, কোম্পানি Honor 80 GT নামে আরেকটি নয়া স্মার্টফোন লঞ্চ করার পরিকল্পনা করছে। ডিভাইসটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।

সিরিজের চতুর্থ ডিভাইস হিসেবে Honor 80 GT শীঘ্রই আসছে বাজারে

সূত্রের খবর, নতুন অনর ৮০ জিটি হ্যান্ডসেটে ফ্ল্যাট ডিসপ্লে দেখা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, এখনও পর্যন্ত অনর ৮০ সিরিজের অধীনে লঞ্চ হওয়া সবকটি মডেল, অর্থাৎ অনর ৮০, ৮০ এসই, এবং ৮০ প্রো-তে কার্ভড এজ যুক্ত ওলেড (OLED) প্যানেল রয়েছে। এছাড়া, গেমিং-কেন্দ্রিক অনর ৮০ জিটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। ফোনটি ডিসেম্বরে লঞ্চ হতে পারে, যদিও এখনও এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি।

শোনা যাচ্ছে, স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর দ্বারা চালিত অনর এক্স৪০-এর মতো অনর ৮০ সিরিজের জিটি মডেলটিতেও অভিনব রিয়ার ডিজাইন দেখা যাবে৷ আগামী দিনে অনর ৮০ জিটি-এর স্পেসিফিকেশন সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

জানিয়ে রাখি, স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেটটি সদ্য লঞ্চ হওয়া অনর ৮০ প্রো-তেও ব্যবহার করা হয়েছে। এটিতে একটি পিল-আকৃতির ক্যামেরা কাটআউট সহ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে। এর কার্ভড-এজ স্ক্রিনটি ১,২২৪ x ২,৭০০ পিক্সেল রেজোলিউশন অফার করে এবং এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ম্যাজিক ইউআই ৭ (Magic UI 7) কাস্টম স্কিনে রান করে। হ্যান্ডসেটটিতে সর্বাধিক ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যায়।

আবার ফটোগ্রাফির জন্য, Honor 80 Pro-এর ব্যাক প্যানেলে ১৬০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত ট্রিপল ক্যামেরা সেটআপ অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য , ফোনটির সামনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের লেন্স যুক্ত ডুয়েল সেলফি ক্যামেরা সেটআপ বর্তমান। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইসটিতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য, ফোনটিতে একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

Show Full Article
Next Story