সনির ক্যামেরা সেন্সরের সাথে ১২০ হার্টজ OLED ডিসপ্লে, Honor 80 GT বাজারে ঝড় তুলতে আসছে
আগামী ২৬ ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Honor 80 GT। একই ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলেছে Honor Pad V8 Pro। কোম্পানির তরফে...আগামী ২৬ ডিসেম্বর চীনে লঞ্চ হতে চলেছে Honor 80 GT। একই ইভেন্টে আত্মপ্রকাশ করতে চলেছে Honor Pad V8 Pro। কোম্পানির তরফে ডিভাইসগুলি লঞ্চের আগে এদের বিশেষ বিশেষ ফিচার সামনে আনা হচ্ছে। সাম্প্রতিক একটি টিজারে Honor 80 GT এর ডিসপ্লে ও ক্যামেরা সম্পর্কিত তথ্য শেয়ার করা হয়েছে। আসুন ফোনটি কি কি চমক নিয়ে আসছে দেখে নেওয়া যাক।
টিজার অনুযায়ী, Honor 80 GT প্লাস্টিক ফ্রেম সহ আসবে। সম্ভবত দাম কমাতেই এই সিদ্ধান্ত। আর ফটোগ্রাফির জন্য এতে পাওয়া যাবে ৫৪ মেগাপিক্সেল ক্যামেরা, এটি সনি আইএমএক্স৮০০ সেন্সর হবে। আবার এতে ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
আবার টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন বলেছেন, আসন্ন অনর ৮০ জিটি ওলেড প্যানেল সহ আসবে। এর ডিসপ্লের ডিজাইন হবে পাঞ্চ হোল। আর এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ফুল এইচডি প্লাস রেজোলিউশন অফার করবে।
এর আগে, সংস্থার তরফে জানানো হয়েছিল যে, অনর ৮০ জিটি ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এটি অ্যান্ড্রয়েড ১৩ বেসড ম্যাজিক ওএস ৭ কাস্টম স্কিনে রান করবে। এছাড়া ডিভাইসটি দুটি কালারে পাওয়া যাবে। এর সাথে একটি স্পেশাল এডিশনও আসতে পারে। অনর ৮০ জিটি এর দাম রাখা হতে পারে ৩,০০০ ইউয়ান (প্রায় ৩৫,৬০০ টাকা)।