Honor 90 GT লঞ্চ হতে পারে ডিসেম্বরেই, বিশাল স্পেস থাকবে ছবি-ভিডিয়োর জন্য

গত বছর নভেম্বরে Honor 80 সিরিজের পর সংস্থার তরফে ডিসেম্বরেই Honor G80 GT লঞ্চের ঘোষণা করা হয়। যার প্রায় এক বছর হতে চলেছে। অনর বর্তমানে…

গত বছর নভেম্বরে Honor 80 সিরিজের পর সংস্থার তরফে ডিসেম্বরেই Honor G80 GT লঞ্চের ঘোষণা করা হয়। যার প্রায় এক বছর হতে চলেছে। অনর বর্তমানে চীনে উত্তরসূরি হিসাবে Honor 90 GT মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে। অনর কিছু না বললেও, এখন এক টিপস্টার পরবর্তী GT-সিরিজের ফোনটি কবে বাজারে আসবে, তার ইঙ্গিত দিয়েছেন।

Honor 90 GT-এর সম্ভাব্য লঞ্চ টাইমলাইন

এক চীনা টিপস্টারের দাবি অনরের-পরবর্তী জিটি ব্র্যান্ডের ফোন, অনর ৯০ জিটি ডিসেম্বর মাসের শেষের দিকে চীনে লঞ্চ হতে পারে। তবে, স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। জানিয়ে রাখি, অনর ৮০ জিটি একটি ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছিল, যা কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ চিপসেট দ্বারা চালিত। ফোনটির সাথে অনর ৮০ প্রো-এর বেশ মিল আছে। যেমন, উভয় স্মার্টফোনেই একই চিপসেট, ব্যাটারি এবং চার্জিং স্পিড বর্তমান।

তবে, উচ্চতর অনর ৮০ প্রো-তে কোয়াড-কার্ভড ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল-সেলফি ক্যামেরা ও ১৬০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। অন্যদিকে, অনর ৮০ জিটি ফ্ল্যাট ডিসপ্লে, একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ৫৪ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

Honor 90 GT-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

ধারা অনুসরণ করে, Honor 90 GT-এও Honor 90 Pro-এর মতোই স্পেসিফিকেশন দেখা যেতে পারে। তবে, প্রো মডেলের মতো কার্ভড এজ ৬.৭৮ ইঞ্চির ওলেড স্ক্রিন এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেটআপের পরিবর্তে, এতে সম্ভবত ফ্ল্যাট ওলেড ডিসপ্লে এবং সিঙ্গেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ওএস ৭.২ (Magic OS 7.2) কাস্টম স্কিনে চলবে।

এছাড়া, Honor 90 Pro-এর মতো, Honor 90 GT-তে Qualcomm Snapdragon 8 Plus Gen 1 চিপসেট এবং ৯০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। টপ ভ্যারিয়েন্ট ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি স্টোরেজ অফার করতে পারে।