অনর (Honor) বর্তমানে তাদের জনপ্রিয় Honor 90 মিড-রেঞ্জ স্মার্টফোনটির হাত ধরে দীর্ঘ তিন বছরের বিরতির পর ভারতীয় বাজারে প্রত্যাবর্তন করার প্রস্তুতি নিচ্ছে। একটি সাম্প্রতিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ২১ সেপ্টেম্বর আসন্ন ডিভাইসটি আত্মপ্রকাশ করবে। আর এখন, স্ট্যান্ডার্ড Honor 90 মডেলটি ভারতের বিআইএস (BIS) সার্টিফিকেশন সাইটের অনুমোদন লাভ করেছে, যা নির্দেশ করে যে ফোনটি খুব শীঘ্রই এদেশের বাজারে পা রাখবে। আসুন এই সার্টিফিকেশন থেকে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।
Honor 90 পেল BIS-এর অনুমোদন
REA-NX9 মডেল নম্বর সহ অনর ৯০ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) ওয়েবসাইটে উপস্থিত হয়েছে। সার্টিফিকেশন সাইটটি ফোনের বৈশিষ্ট্য সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। কিন্তু যেহেতু ডিভাইসটি ইতিমধ্যেই গ্লোবাল মার্কেটে উপলব্ধ রয়েছে, তাই এর কোনও স্পেসিফিকেশন বা ফিচার আর অজানা নেই। আসুন ভারতে আসার আগে অনর ৯০ কি কি অফার করে জেনে নেওয়া যাক।
Honor 90-এর স্পেসিফিকেশন বা ফিচার
অনর ৯০ ফোনে ৬.৭ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে রয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ফুলএইচডি+ রেজোলিউশন অফার করে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসরের সাথে এসেছে, যার সাথে সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত রয়েছে।
ফটোগ্রাফির জন্য, Honor 90-এর ক্যামেরা সিস্টেমে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে একটি ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, Honor 90 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
যদিও, ব্র্যান্ডের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি, তবে Honor 90-এর দাম এদেশে ৩৫,০০০ টাকার নীচে থাকবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে ভারতীয় বাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক সেগমেন্টগুলির মধ্যে অন্যতম। সুতরাং লঞ্চের পর Honor 90-কে বাজারে বিদ্যমান একাধিক ডিভাইসের সাথে প্রতিদ্বন্দ্বীতা করতে হবে।