ভালো ফোন বাজারে আনায় Samsung এর কাছে ক্ষমা চাইলো Honor

২০১৮ সালে Samsung বিশ্বের প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল এবং আজ তাদের পোর্টফোলিওতে...
techgup 30 Aug 2024 11:59 AM IST

২০১৮ সালে Samsung বিশ্বের প্রথম ফোল্ডেবল ডিসপ্লের স্মার্টফোন লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছিল এবং আজ তাদের পোর্টফোলিওতে সবচেয়ে বেশি ফোল্ডেবল ফোন আছে। তবে এখন অন্যান্য কোম্পানিও ফিচারে সমৃদ্ধ ফোল্ডেবল ফোন আনছে। এমনকি Honor এর মতো ব্র্যান্ড তাদের ফোল্ডেবল ফোনকে Samsung এর ভাঁজযোগ্য ডিভাইসের থেকেও ভলো বলে দাবি করেছে। এই নিয়ে তারা উপহাসও করেছে। ভালো ফোন আনার জন্য তারা Samsung এর কাছে ক্ষমা চেয়েছে।

Honor তাদের নতুন ফোল্ডেবল ফোন Honor Magic V3 লঞ্চ করার সময় প্রকাশ্যে Samsung এর কাছে ক্ষমা চেয়েছে। কারণ তাদের নতুন ডিভাইসটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন এবং ভাঁজ করার সময় এই ইনওয়ার্ড ফোল্ডিং ফোনটি মাত্র 9.2 মিমি পুরু থাকে। আর যখন ভাঁজ করা হয়, এর বেধ মাত্র 4.35 মিমি। এছাড়া স্মার্টফোনটির ওজন মাত্র 226 গ্রাম।

ফোনেই প্রিন্ট করে ক্ষমা চেয়েছে Honor

মজার ব্যাপার হল, Honor Magic V3 ফোনের খুব পাতলা হিঞ্জে 166 শব্দের একটি মেসেজ লিখেছে সংস্থাটি। যেসব স্যামসাং ফোল্ডেবল ফোন ব্যবহারকারী মোটা ও ভারী স্যামসাং ডিভাইস বেছে নিয়ে এখন অনারের ফোন দেখে আফসোস করছেন, তাদের জন্য এই মেসেজ লেখা হয়েছে। আদতে মেসেজে ওই সমস্ত স্যামসাং ফোন ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে অনার।

যুক্তরাজ্যে বসবাসরত 78 বছর বয়সী মাইক্রো আর্টিস্ট 'হ্যান্ডস অব আ জিনিয়াস' গ্রাহাম শর্টের সহায়তায় এই কাজ করেছে সংস্থাটি। ফোনের হিঞ্জে এত চমৎকারভাবে এই ক্ষমার মেসেজ তিনি লিখেছেন যে শুধুমাত্র মাইক্রোস্কোপের সাহায্যেই তা পড়া যায়। এটি করতে তার প্রায় 90 ঘণ্টা সময় লেগেছে।

Show Full Article
Next Story