Honor GT ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ হল, কম দামে শক্তিশালী প্রসেসর ও 100W ফাস্ট চার্জিং

অনার জিটি 16GB পর্যন্ত র‍্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। চীনে Honor GT এর বেস মডেলের দাম রাখা হয়েছে 2199 ইউয়ান (প্রায় 25,630 টাকা)।

Ankita Mondal 18 Dec 2024 12:11 AM IST

অনার তাদের নতুন গেমিং স্মার্টফোন Honor GT লঞ্চ করল। আপাতত ডিভাইসটি চীনে লঞ্চ হয়েছে। এর দাম রাখা হয়েছে 25 হাজার টাকার কম। ফিচারের কথা বললে এই ফোনে আছে 100W ফাস্ট চার্জিং, শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ও 50 মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা। এটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে। আসুন Honor GT এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

অনার জিটি এর দাম ও কালার অপশন

অনার জিটি 16GB পর্যন্ত র‌্যাম এবং 1TB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। চীনে এর বেস মডেলের দাম রাখা হয়েছে 2199 ইউয়ান (প্রায় 25,630 টাকা)। 24 ডিসেম্বর থেকে চীনে ফোনটির বিক্রি শুরু হবে। ফ্যান্টম ব্ল্যাক, আইস ক্রিস্টাল হোয়াইট এবং অরোরা গ্রিন কালারে এসেছে এই হ্যান্ডসেট।

Honor GT এর স্পেসিফিকেশন ও ফিচার

অনার জিটি ফোনে 6.7 ইঞ্চি ফুল এইচডি + (2664×1200 পিক্সেল) রেজোলিউশন সহ OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এর পিক ব্রাইটনেস লেভেল 4000 নিট। ডিভাইসটি 16 জিবি পর্যন্ত র‌্যাম এবং 1 টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছে। পারফরম্যান্সের জন্য এতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে এলইডি ফ্ল্যাশসহ দুটি ক্যামেরা দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দেওয়ার জন্য এতে 5300mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

বায়োমেট্রিক সিকিউরিটির জন্য ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপস্থিত। অপারেটিং সিস্টেমের কথা বললে, অনার জিটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক ম্যাজিক ইউআই 9.0 কাস্টম স্কিনে চলবে। এর কানেক্টিভিটির অপশনের মধ্যে আছে 5G এসএ / এনএসএ, ডুয়েল 4G ভোল্টি, ওয়াই-ফাই 802.11 এএক্স (2.4 গিগাহার্টজ / 5 গিগাহার্টজ), ব্লুটুথ 5.3, জিপিএস এবং ইউএসবি টাইপ-সি।

Show Full Article
Next Story