নতুন Honor GT ফোনের আগমন ঘটছে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও OLED ডিসপ্লে সহ ঝড় তুলবে বাজারে
Honor GT ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 100W ফাস্ট চার্জিং ও OLED ডিসপ্লে সহ আসবে। অনার জিটি স্মার্টফোনটি রেডমি K80, আইকো নিও 10 সহ এই রেঞ্জের ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।
গত মাসে অনার চীনে মিড রেঞ্জে Honor 300 সিরিজের ফোন লঞ্চ করেছে। রিপোর্ট অনুযায়ী এবার সংস্থাটি Honor GT সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনতে প্রস্তুতি নিচ্ছে। আজ ব্র্যান্ডটি আসন্ন এই ডিভাইসের প্রথম টিজার লঞ্চ করেছে। এখানে ফোনটির ডিজাইনের ঝলক দেখা গেছে। যদিও এর নাম কি রাখা হবে তা এখনও ঘোষণা করা হয়নি। তবে টিজারে 'GT' লেখাটি নিশ্চিত করে যে এটি আসন্ন জিটি সিরিজের কোনো একটি মডেল হবে।
Honor GT ফোনের প্রথম টিজার প্রকাশ্যে এল
আজ অনারের তরফ থেকে নতুন জিটি সিরিজের ফোনের টিজার রিলিজ করা হয়। টিজারে দেখা গেছে, আপকামিং ডিভাইসে আয়তকার রিয়ার ক্যামেরা মডিউল থাকবে। এর সাথে নীচে ডান দিকের কোণে 'GT' লোগো দেখা যাবে। এছাড়া যদিও আর কিছু সামনে আসেনি।
যাইহোক আমরা জানি যে, এই সিরিজের অধীনে অনার পারফরম্যান্স ফোকাসড স্মার্টফোন লঞ্চ করে থাকে। আসন্ন এই ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 100W ফাস্ট চার্জিং ও OLED ডিসপ্লে সহ আসবে। এই স্মার্টফোনটি রেডমি K80, আইকো নিও 10 সহ এই রেঞ্জের ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। উল্লেখিত দুই ফোনেও একই স্ন্যাপড্রাগন চিপসেট রয়েছে।
আমরা আশা করতে পারি, নতুন অনার জিটি হ্যান্ডসেট দুর্দান্ত পারফরম্যান্স দেওয়ার পাশাপাশি অসাধারণ ক্যামেরা সেটআপ সহ আসবে। এছাড়া এটি লেটেস্ট অপারেটিং সিস্টেমে চলবে। এটি বড় ব্যাটারি সহ লঞ্চ হবে। সম্ভবত এই সপ্তাহে এর আরও কয়েকটি টিজার প্রকাশ করা হবে। এখান থেকে ফোনটির নাম সহ আরও স্পেসিফিকেশন জানা যাবে।
Honor GT ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর ব্যবহার করা হবে। এটি 100W ফাস্ট চার্জিং ও OLED ডিসপ্লে সহ আসবে। অনার জিটি স্মার্টফোনটি রেডমি K80, আইকো নিও 10 সহ এই রেঞ্জের ডিভাইসগুলির সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।