Honor Magic 4 Ultimate: সেরা ক্যামেরা ও শক্তিশালী Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ দুর্ধর্ষ ফোন আনল অনর
গতমাসে অনর গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Honor Magic 4 স্মার্টফোন সিরিজ। এখন আবার সংস্থাটি চীনে এই সিরিজের আরও একটি...গতমাসে অনর গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছিল Honor Magic 4 স্মার্টফোন সিরিজ। এখন আবার সংস্থাটি চীনে এই সিরিজের আরও একটি ডিভাইসের উপর থেকে পর্দা সরিয়েছে, যার নাম Honor Magic 4 Ultimate। এটি সিরিজের টপ-এন্ড মডেল হিসেবে এসেছে। যেখানে আপগ্রেড ক্যামেরা স্পেসিফিকেশন উপলব্ধ। DXOMark এর ক্যামেরা টেস্টিংয়ে ফোনটি ১৪৬ পয়েন্ট পেয়েছে। আসুন Honor Magic 4 Ultimate এর দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।
Honor Magic 4 Ultimate এর দাম
অনর ম্যাজিক ৪ আলটিমেট এর দাম রাখা হয়েছে ৮,০০০ ইউয়ান (প্রায় ৯৬,৬০০ টাকা)। এই মূল্য ফোনটির ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজের। ফোনটি ব্ল্যাক ও হোয়াইট কালারের মধ্যে বেছে নেওয়া যাবে।
Honor Magic 4 Ultimate এর স্পেসিফিকেশন
অনর ম্যাজিক ৪ আলটিমেট ফোনে আছে ৬.৮১ ইঞ্চি এলটিপিও ওএলইডি ডিসপ্লে, যার পিক্সেল রেজোলিউশন ১৩১২ x ২৮৪৮ পিক্সেল ও রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর। ফোনটি ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সহ এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে না।
ফটোগ্রাফির জন্য Honor Magic 4 Ultimate ফোনে কাস্টম ইমেজ সেন্সর উপস্থিত। ফোনটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল ১/১.১২ ইঞ্চি সেন্সর, ১/২ ইঞ্চি ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, ৩.৫এক্স জুম ও ওআইএস সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো লেন্স ও ৫০ মেগাপিক্সেল স্পেক্ট্রাম এনহ্যান্সড সেন্সর। আবার সামনে আছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ফেস রিকগনিশনের জন্য থ্রিডি ডেপ্থ সেন্সর।
Honor Magic 4 Ultimate ফোনটি অ্যান্ড্রয়েড ১২ বেসড ম্যাজিক ইউআই ৬.০ কাস্টম স্কিনে রান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং ও ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।