লোকে তাকিয়ে থাকবে, Honor Magic 5 যেমন ফিচার তেমন ডিজাইন সহ বিশ্ব বাজারে পা রাখছে

অনর (Honor) গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) টেক ট্রেড শো-এর সময় Magic 5, Magic 5 Pro এবং Magic 5 Ultimate…

অনর (Honor) গত ফেব্রুয়ারি মাসে আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) টেক ট্রেড শো-এর সময় Magic 5, Magic 5 Pro এবং Magic 5 Ultimate ফ্ল্যাগশিপ ফোনগুলি উন্মোচন করেছিল। সেই সময়ে, সংস্থাটি নিশ্চিত করে যে Honor Magic 5 সিরিজটি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে বিশ্ব বাজারে আসবে। এপ্রিল মাসে, Magic 5 এবং 5 Pro মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। Pro মডেলটি যুক্তরাজ্যেও পাওয়া যায়। আর এখন Honor Magic 5 সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশন সাইটে উপস্থিত হয়েছে, যা সেদেশে ফোনটির আসন্ন লঞ্চের ইঙ্গিত দিচ্ছে।

Honor Magic 5 পেল IMDA-এর সার্টিফিকেশন

PGT-N09 মডেল নম্বর সহ অনর ম্যাজিক ৫ ফোনটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন লাভ করেছে। এই সার্টিফিকেশনটি ইঙ্গিত দেয় যে ডিভাইসটি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সিঙ্গাপুরের বাজারে পা রাখতে পারে। যদিও, এই লিস্টিংটি মডেল নম্বর ছাড়া, ফোনটির সম্পর্কে কোনও অতিরিক্ত তথ্য প্রকাশ করেনি। তবে, অনর ম্যাজিক ৫ ইতিমধ্যেই হোম মার্কেট চীনের পাশপাশি মালয়েশিয়ার বাজারেও উপলব্ধ রয়েছে, তাই এর স্পেসিফিকশনগুলি আর অজানা নেই। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Honor Magic 5-এর স্পেসিফিকেশন

অনর ম্যাজিক ৫-এ পাঞ্চ-হোল ডিজাইন সহ ৬.৭৩ ইঞ্চির ওলেড (OLED) কার্ভড এজ ডিসপ্লে রয়েছে। এটি ১,২২৪ x ২,৬৮৮ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১,৬০০ নিট পিক ব্রাইটনেস এবং একটি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট দ্বারা চালিত, যা সর্বাধিক ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। অনর ম্যাজিক ৫ অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিকওএস ৭.১ (MagicOS 7.1) ইউজার ইন্টারফেসে রান করে।

ফটোগ্রাফির জন্য, Honor Magic 5-এর রিয়ার প্যানেলে ৫৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ২x অপটিক্যাল জুম এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা অবস্থান করছে। আর সেলফির জন্য, ফোনের সামনের ১০০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ (FOV) সহ একটি ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 5-এ ৫,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

দামের ক্ষেত্রে, চীনের বাজারে Honor Magic 5 ফোনটি তিনটি বিকল্পে পাওয়া যায়, যার মধ্যে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ বেস মডেলটির দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৫,৯৫০ টাকা)। আর এর ১২ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ মডেলগুলির মূল্য যথাক্রমে ৪,৪৯৯ ইউয়ান (প্রায় ৫১,৭০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৪২০ টাকা)।