ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন, DSLR ক্যামেরার ফিচার নিয়ে বাজারে আসছে Honor Magic 5 Pro

অনর (Honor) শীঘ্রই চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Honor Magic 5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে জানা গেছে। এই নতুন ফ্ল্যাগশিপ সিরিজে…

অনর (Honor) শীঘ্রই চলমান মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) ইভেন্টে Honor Magic 5 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে জানা গেছে। এই নতুন ফ্ল্যাগশিপ সিরিজে তিনটি মডেল অন্তর্ভুক্ত থাকবে – Honor Magic 5, Honor Magic 5 Pro এবং Honor Magic Ultimate। ইতিমধ্যেই একটি রিপোর্টে স্ট্যান্ডার্ড Magic 5 মডেলের ডিজাইনটি প্রকাশ করা হয়েছে। আর এখন, এক টিপস্টার Honor Magic 5 Pro-এর রিয়ার এবং ফ্রন্ট, উভয় প্যানেলের ডিজাইন সম্পূর্ণরূপে প্রকাশ করে কিছু রেন্ডার শেয়ার করেছেন। আসুন তাহলে এই ছবিগুলি আসন্ন অনর হ্যান্ডসেটটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ করেছে, জেনে নেওয়া যাক।

ফাঁস হল Honor Magic 5 Pro-এর রেন্ডার

টিপস্টার ইভান ব্লাস টুইটারে নতুন অনর ম্যাজিক ৫ সিরিজের প্রো মডেলটির কিছু রেন্ডার শেয়ার করেছেন। রেন্ডারগুলি প্রকাশ করেছে যে, ম্যাজিক ৫ প্রো-এর রিয়ার প্যানেলে একটি বৃত্তাকার ক্যামেরা আইল্যান্ড থাকবে, যার তিনটি ক্যামেরা লেন্স একটি ত্রিভুজাকার সেটআপে অবস্থান করবে। এই ক্যামেরা অ্যারেটি অনর দ্বারা প্রকাশিত অফিসিয়াল টিজার ইমেজের অনুরূপ। এছাড়াও, ক্যামেরা মডিউলটিতে ‘১০০X’ টেক্সটটি দেখা যাবে, যা এর ১০০X জুম ক্ষমতা নিশ্চিত করে।

আকর্ষণীয় বিষয়টি হল, অনর ম্যাজিক ৫ প্রো-এর ক্যামেরা আইল্যান্ড এবং রিয়ার প্যানেলটি একটি ইউনি-বডি হিসাবে নির্মিত বলে মনে করা হচ্ছে। যদিও এটি নতুন নয়, কেননা ওপ্পো তাদের ফাইন্ড এক্স৫ প্রো মডেলের সাথেও অনুরূপ করেছে। ম্যাজিক ৫ প্রো-এর ব্যাক প্যানেলটি কার্ভড হবে বলে মনে করা হচ্ছে, তবে এটিতে ব্যবহৃত উপাদানটি কাঁচ না অন্য কিছু, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে, ডিভাইসটির সামনে সুপার-স্লিম বেজেলের সাথে কার্ভড ডিসপ্লে থাকবে। ডিসপ্লের ওপরের বাম দিকে পিল-আকৃতির কাটআউটটির মধ্যে একটি সেলফি ক্যামেরা এবং ফেস রিকগনিশন হার্ডওয়্যার অবস্থান করবে। রেন্ডারগুলি অনর ম্যাজিক ৫ প্রো-এর গ্রীন এবং ব্ল্যাক কালার অপশনগুলি দেখিয়েছে। যদিও, ফোনটি শুধুমাত্র এই দুটি কালারেই লঞ্চ হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

Honor Magic 5 Pro-এর স্পেসিফিকেশন

Honor Magic 5 Pro-তে ১২০ হার্টজ ভেরিয়েবল রিফ্রেশ রেট সহ ৬.৮১ ইঞ্চির ওলেড এলটিপিও ডিসপ্লে থাকবে, যা ২,১৬০ হার্টজ পিডাব্লিউএম (PWM) ডিমিং, ৪৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এইচডিআর১০+ সাপোর্ট এবং সর্বোচ্চ ১,১০০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করবে। ডিভাইসটি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ইউএফএস ৪.০ স্টোরেজ সহ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত হবে। Magic 5 Pro অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ম্যাজিক ইউআই ৭.০ (Magic UI 7.0) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Honor Magic 5 Pro-এর ব্যাক প্যানেলে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ সনি আইএমএক্স৮৭৮ প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে। এটি একটি ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪ভি সেন্সর এবং একটি সনি আইএমএক্স৫১৬ সেন্সরের সাথে যুক্ত থাকবে।

আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ১৩ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৬৮৮ ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Magic 5 Pro-এ ১০০ ওয়াট ওয়্যার্ড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৮০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে। এছাড়া, এটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং সহ আসবে এবং এতে ৩ডি (3D) ফেস রেকগনিশন সহ একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন