দুর্দান্ত ক্যামেরা সহ ফাটাফাটি ফিচার, Honor Magic 6 ও Honor Magic 6 Pro এর প্রি-অর্ডার শুরু হল
Honor আজ তাদের Magic 6 সিরিজের স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। ফোনগুলি দুদিনের (১০ ও ১১ জানুয়ারি) ইভেন্টে লঞ্চ...Honor আজ তাদের Magic 6 সিরিজের স্মার্টফোনের লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। ফোনগুলি দুদিনের (১০ ও ১১ জানুয়ারি) ইভেন্টে লঞ্চ হবে বলে জানা গেছে। এদের সাথে সংস্থার নতুন কাস্টম ইউজার ইন্টারফেস Magic OS 8 -এর উপর থেকেও পর্দা সরানো হবে। লঞ্চের দিন ঘোষণার পাশাপাশি আজ Honor জানিয়েছে যে, আজ থেকে Magic 6 সিরিজের প্রি-রিজার্ভেশন শুরু হবে।
ইচ্ছুক ক্রেতারা Honor এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে Honor Magic 6 সিরিজের ফোনগুলি প্রি-অর্ডার করতে পারবেন। এরজন্য তাদেরকে ১০০ ইউয়ান (প্রায় ১,১০০ টাকা) দিতে হবে। এর পরিবর্তে তারা আরও একাধিক সুবিধা পাবেন।
১. ২৪ মাস ধরে ইন্টারেস্ট ফ্রি পেমেন্ট
২. একবছর বিনামূল্যে স্ক্রিন পরিবর্তন
৩. ১৮০ দিনের মধ্যে ফোন রিপ্লেসমেন্ট
৪. রিভিউ দিলে ৫০ ইউয়ান ক্যাশব্যাক
৫. বিনামূল্যে শিপিং
আমাদের অনুমান Honor Magic 6 সিরিজের অধীনে দুটি ফোন আসতে পারে - Honor Magic 6 ও Honor Magic 6 Pro। এগুলিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ও ম্যাজিক ওএস ৮.০ কাস্টম স্কিন থাকবে।
আবার অনর ম্যাজিক ৬ সিরিজ দুর্দান্ত দুর্দান্ত ক্যামেরা সিস্টেম সহ আসবে। ডিভাইসগুলিতে ৫০ মেগাপিক্সেল অমনিভিশন ওভি৫০কে সেন্সর থাকবে। পাশাপাশি ম্যাজিক ৬ ও ম্যাজিক ৬ প্রো মডেলে যথাক্রমে ৬৬ ওয়াট ও ১০০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করবে। আর প্রো মডেল ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ আসবে।