বাজারে আসছে Honor-এর সেরা স্মার্টফোন, লুকস এবং ফিচার্স দেখলে ফিদা হয়ে যাবেন

অনর গত মাসে চীনে দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে ফ্ল্যাগশিপ Honor Magic 6 Pro লঞ্চ করেছে। হোম মার্কেটে আত্মপ্রকাশের পর থেকেই...
Ananya Sarkar 16 Feb 2024 8:40 AM IST

অনর গত মাসে চীনে দুর্ধর্ষ ফিচার্সের সঙ্গে ফ্ল্যাগশিপ Honor Magic 6 Pro লঞ্চ করেছে। হোম মার্কেটে আত্মপ্রকাশের পর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, কোম্পানিটি বিশ্ব বাজারেও ডিভাইসটি খুব শীঘ্রই রিলিজ করতে চলেছে। আর এখন, Honor Magic 6 Pro থাইল্যান্ডের এনবিটিসি (NBTC) সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে এটির গ্লোবাল লঞ্চের জন্য আর খুব বেশদিন অপেক্ষা করতে হবে না।

Honor Magic 6 Pro পেল NBTC-এর অনুমোদন

অনর ম্যাজিক ৬ প্রো সম্প্রতি ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) ডেটাবেসে উপস্থিত হয়েছে। লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি BVL-N49 মডেল নম্বর বহন করে। যদিও, চীনের বাইরে ফোনটি আলাদা নাকি একই কেমন স্পেসিফিকেশন বা ফিচার অফার করবে, সে বিষযে কিছু জানা যায়নি। উল্লেখ্যচ, আজ স্মার্টফোনটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA)-এর অনুমোদনও লাভ করেছে।

এছাড়াও, আরেকটি প্রতিবেদনে ইউরোপিয়ান ইউনিয়ন (EU) এবং যুক্তরাজ্য (UK)-এর জন্য অনর ম্যাজিক ৬ প্রো-এর মূল্যও প্রকাশ করা হয়েছে। ডিভাইসটির দাম ইইউতে ১,২৮৯ ইউরো (প্রায় ১,১৬,২৮০ টাকা) এবং ইউকেতে ১,০৯৯ পাউন্ড স্টার্লিং (প্রায় ১,১৪,৯০০ টাকা) হবে বলে আশা করা হচ্ছে। এই দাম ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজের হতে পারে। অনর ম্যাজিক ৬ প্রো-এর চীনা মডেলে লম্বা ৬.৮ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে চলে।

ফটোগ্রাফির জন্য, Honor Magic 6 Pro-এর পিছনে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic 6 Pro-এ বড় ৫,৬০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৬৬ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং, সেইসাথে রিভার্স চার্জিং (ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয়ই) সাপোর্ট করে।

Show Full Article
Next Story