DSLR-এর দিন শেষ, Honor Magic 6 Pro বিশ্বের প্রথম 180MP পেরিস্কোপ ক্যামেরা সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ হল

অনর গতকাল (২৫ ফেব্রুয়ারি) স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে Honor Magic V2...
Ananya Sarkar 26 Feb 2024 2:10 PM IST

অনর গতকাল (২৫ ফেব্রুয়ারি) স্পেনের বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ (MWC 2024) ইভেন্টে Honor Magic V2 RSR ফোনটির পাশাপাশি, Honor Magic6 Pro-ও গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। এটি বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ১৮০ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা অফার করে৷ স্মার্টফোনটি গত মাসে চীনে আত্মপ্রকাশ করেছিল, আর গ্লোবাল সংস্করণটিও একই স্পেসিফিকেশনের সাথে এসেছে। Honor Magic6 Pro হল প্রিমিয়াম স্পেসিফিকেশন সহ একটি ফ্ল্যাগশিপ ডিভাইস, যা অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর এবং ৫,৬০০ এমএএইচ ব্যাটারি অফার করে। আসুন Honor Magic6 Pro-এর দাম, স্পেসিফিকেশন এবং প্রাপ্যতা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Honor Magic 6Pro-এর স্পেসিফিকেশন এবং ফিচার

অনর ম্যাজিক ৬প্রো-এ ফ্ল্যাট ফ্রেম এবং বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এটি আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস সহ এসেছে। ডিভাইসটিতে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে এবং ফোনের স্ক্রিনটি একটি ন্যানোক্রিস্টাল শিল্ড দ্বারা সজ্জিত, যা ১০গুণ ড্রপ-প্রতিরোধী বলেও দাবি করা হয়।

অনর ম্যাজিক ৬প্রো-এ সামনে পিল-আকৃতির কাটআউট সহ ৬.৮০ ইঞ্চির কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। কাটআউটটিকে অনর ম্যাজিক ক্যাপসুল বলে এবং এতে অ্যাপলের ডায়নামিক আইল্যান্ডের মতো কার্যকারিতা রয়েছে। এটি ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১,৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি ডলবি ভিশন এবং এইচডিআর ভিশন সার্টিফাইড। এছাড়াও, ৪,৩২০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডাব্লিউএম (PWM) ডিমিং, ডাইনামিক ডিমিং, সার্কাডিয়ান নাইট ডিসপ্লে - এর মতো একাধিক অত্যাধুনিক ফিচার বিদ্যমান।

ফটোগ্রাফির জন্য, Honor Magic6 Pro-তে ফ্ল্যাগশিপ-গ্রেড ট্রিপল ক্যামেরা সিস্টেম রয়েছে। এই সেটআপে এফ/১.৪ থেকে এফ/২.০ পর্যন্ত সেল্ফ-অ্যাডজাস্টিং অ্যাপারচার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা এইচডি প্রাইমারি ১/১.৩ ইঞ্চির সেন্সর অবস্থান করছে। আর প্রধান ক্যামেরার সাথে ১২২-ডিগ্রি ফিল্ড-অফ-ভিউ সহ একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং বড় ১/১.৪৯ ইঞ্চির ১৮০ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স যুক্ত রয়েছে। এই বিশ্বের প্রথম ১৮০ পেরিস্কোপ লেন্সটিতে এফ/২.৬ অ্যাপারচার, ওআইএস সাপোর্ট, ২.৫x অপটিক্যাল জুম এবং ১০০x ডিজিটাল জুম রয়েছে। এছাড়াও বিভিন্ন এআই (Artificial intelligence)-ভিত্তিক বৈশিষ্ট্য রয়েছে, যা ফটোগ্রাফি প্রেমীদের উৎসাহিত করবে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, Honor Magic6 Pro Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর দ্বারা চালিত, যা আরও ভাল সংযোগের জন্য Honor C1+ আরএফ এনহ্যান্সমেন্ট চিপ এবং প্রাইভেসি প্রোটেকশনের জন্য Honor S1 পৃথক সিকিউরিটি চিপের সাথে যুক্ত রয়েছে। স্মার্টফোনটিতে ১২ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Honor Magic6 Pro-এ ৮০ ওয়াট ওয়্যার্ড এবং ৬৬ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,৬০০ এমএএইচ সিলিকন-কার্বন ব্যাটারি ইউনিট রয়েছে। এই ফোনটি ম্যাজিকওএস ৮.০ (MagicOS 8.0) কাস্টম স্কিনে রান করে।

Honor Magic 6Pro-এর মূল্য এবং লভ্যতা

গ্লোবাল মার্কেটে Honor Magic6 Pro গ্লেসিয়ার হোয়াইট, লেক ব্লু, এপি গ্রিন, ক্লাউড পার্পল এবং ব্ল্যাক- এর মতো কালার অপশনে অফার করা হয়েছে। এটির দাম রাখা হয়েছে ১,২৯৯ ইউরো (প্রায় ১,১৬,৬৩৫ টাকা) রয়েছে। ফোনটির প্রি-অর্ডার ইতিমধ্যেই চালু হয়ে গেছে এবং এটি আগামী ১ মার্চ বিক্রির জন্য উপলব্ধ হবে। শোনা যাচ্ছে, অনর ও পোর্শে ডিজাইন (Porsche Design)-এর যৌথ প্রয়াসে Honor Magic6 Pro-এর RSR সংস্করণটি আগামী মাসে লঞ্চ হবে। তবে, Honor Magic6 Pro ভারতে লঞ্চ হবে কিনা, তা এখনও নিশ্চিত করেনি সংস্থা।

Show Full Article
Next Story